শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১, ০৮:৪৬ সকাল
আপডেট : ১০ নভেম্বর, ২০২১, ০৮:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সম্পর্ক জোড়া লাগাতে পাকিস্তান উড়ে গেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সিইও

স্পোর্টস ডেস্ক: [২] পাকিস্তান উড়ে গেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সিইও টম হ্যারিসন। গত মাসেই পাকিস্তান সফর বাতিল করেছে ইংল্যান্ড। আর তার জন্য ইংল্যান্ড-পাকিস্তানের পারস্পরিক সম্পর্ক অনেকটাই খারাপ হয়েছে। আর সেই সম্পর্ককে মেরামত করতেই পাকিস্তান উড়ে গেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সিইও।

[৩] সূত্রের খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজার সঙ্গে দেখা করবেন টম হ্যারিসন। সম্পর্ক উন্নয়নে ইসলামাবাদে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও দেখা করতে পারেন তিনি। সেখান থেকেই দুবাই চলে যাবেন ইসিবি সিইও। কারণ ১৭ নভেম্বর আইসিসির এক্সিকিউটিভ বোর্ডের মিটিং রয়েছে দুবাইয়ে।

[৪] ২০০৫ সালে শেষ বার পাক সফরে গিয়েছিল ইংল্যান্ড। ১৬ বছর বাদে আবার পাক সফরে যাওয়ার কথা ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের। কিন্তু বিশ্বকাপের আগেই সেই সফর বাতিল করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। যা নিয়ে বেশ রীতিমতো ক্ষুব্ধ হয় পাক বোর্ড। গত সেপ্টেম্বরে পাক সফরে থাকাকালীনই সেই সফর বাতিল করে দেশে ফেরে নিউজিল্যান্ড।

[৫] নিরাপত্তাজনিত কারণে সফর বাতিল করে কিউয়িরা। এরপরই পাকিস্তান সফর বাতিল করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের মানসিক এবং শারীরিক বিশ্রামের জন্যই পাক সফর বাতিল করার কথা জানায় ইংল্যান্ড বোর্ড। নিউজিল্যান্ড আর ইংল্যান্ডের সিরিজ বাতিলের জন্য ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয় পাক বোর্ডকে। উল্লেখ্য, কয়েকদিন বাদেই পাক সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ। মার্চে পাকিস্তানে খেলতে যাবে অস্ট্রেলিয়াও। - টিভি৯ বাংলা ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়