শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১, ০৮:৪৬ সকাল
আপডেট : ১০ নভেম্বর, ২০২১, ০৮:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সম্পর্ক জোড়া লাগাতে পাকিস্তান উড়ে গেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সিইও

স্পোর্টস ডেস্ক: [২] পাকিস্তান উড়ে গেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সিইও টম হ্যারিসন। গত মাসেই পাকিস্তান সফর বাতিল করেছে ইংল্যান্ড। আর তার জন্য ইংল্যান্ড-পাকিস্তানের পারস্পরিক সম্পর্ক অনেকটাই খারাপ হয়েছে। আর সেই সম্পর্ককে মেরামত করতেই পাকিস্তান উড়ে গেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সিইও।

[৩] সূত্রের খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজার সঙ্গে দেখা করবেন টম হ্যারিসন। সম্পর্ক উন্নয়নে ইসলামাবাদে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও দেখা করতে পারেন তিনি। সেখান থেকেই দুবাই চলে যাবেন ইসিবি সিইও। কারণ ১৭ নভেম্বর আইসিসির এক্সিকিউটিভ বোর্ডের মিটিং রয়েছে দুবাইয়ে।

[৪] ২০০৫ সালে শেষ বার পাক সফরে গিয়েছিল ইংল্যান্ড। ১৬ বছর বাদে আবার পাক সফরে যাওয়ার কথা ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের। কিন্তু বিশ্বকাপের আগেই সেই সফর বাতিল করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। যা নিয়ে বেশ রীতিমতো ক্ষুব্ধ হয় পাক বোর্ড। গত সেপ্টেম্বরে পাক সফরে থাকাকালীনই সেই সফর বাতিল করে দেশে ফেরে নিউজিল্যান্ড।

[৫] নিরাপত্তাজনিত কারণে সফর বাতিল করে কিউয়িরা। এরপরই পাকিস্তান সফর বাতিল করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের মানসিক এবং শারীরিক বিশ্রামের জন্যই পাক সফর বাতিল করার কথা জানায় ইংল্যান্ড বোর্ড। নিউজিল্যান্ড আর ইংল্যান্ডের সিরিজ বাতিলের জন্য ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয় পাক বোর্ডকে। উল্লেখ্য, কয়েকদিন বাদেই পাক সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ। মার্চে পাকিস্তানে খেলতে যাবে অস্ট্রেলিয়াও। - টিভি৯ বাংলা ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়