শিরোনাম
◈ কলকাতায় ভাঙচুরের ঘটনায় লিওনেল মেসি দায়ী: সু‌নিল গাভাস্কার ◈ ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশ গভর্নরের ◈ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারতো না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ সৌদিতে হলরুম ভাড়া করে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক ◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২১, ০৪:০৮ সকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০২১, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাঁটু জলে নেমে জলবায়ু পরিবর্তনের শোচনীয় পরিনতি তুলে ধরলেন টুভালুর পররাষ্ট্রমন্ত্রী

আখিরুজ্জামান সোহান: [২] জলবায়ু পরিবর্তনের বাস্তব অভিজ্ঞতা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে অভিনব পন্থা অবলম্বন করেছে দ্বীপরাষ্ট্র টুভালুর পররাষ্ট্রমন্ত্রী সাইমন কোফে। গ্লাসগোতে কপ-২৬ জলবায়ু সম্মেলনে প্রচারের উদ্দেশ্যে করা এক ভিডিওতে তাকে দেখা যাবে সাগরের পানিতে। যা ইতিমধ্যে ভাইরাল। দ্য গার্ডিয়ান

[৩] পররাষ্ট্রমন্ত্রী সাইমন কোফে আশাব্যক্ত করেছেন, এই ভিডিও প্রদের্শনের পর জলবায়ু পরিবর্তনে দেশটির বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিশ্বের প্রথম সারির নেতারা আন্দাজ করতে সমর্থন হবেন। সিএনএন

[৪] মঙ্গলবার,৯ নভেম্বর এই ভিডিও বার্তাটি প্রদর্শন করা হবে সম্মেলনে। তবে এরই মধ্যে এর কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে রীতিমতো স্যুট-টাই পরে হাঁটু জলে নেমে বক্তব্য দিতে দেখা যায় সাইমনকে। জলের মধ্যেই বসানো হয় মঞ্চ। হাঁটু পর্যন্ত গুটিয়ে রাখা হয় প্যান্ট।

[৫] ভাইরাল হওয়া এই ভিডিওর ব্যপারে মন্ত্রী সাইমন বলেন, জলবায়ু বিপর্যয়ের কারণে টুভালু যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তা বিশ্বের কাছে তুলে ধরার জন্যই এভাবে বার্তা দেয়া হয়েছে।

[৬] রয়টার্সের খবরে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্থ দেশের মধ্যে টুভালু ফ্রন্টলাইনে অবস্থান করছে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে দেশটির সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বছরে ০.১৪ ইঞ্চি হারে বাড়ছে। আপাত দৃষ্টিতে এটি অনেকটা কম মনে হলেও মোটাদাগে এর প্রভাব ইতিমধ্যেই পেতে শুরু করেছে দেশটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়