শিরোনাম

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২১, ১২:০২ রাত
আপডেট : ০৯ নভেম্বর, ২০২১, ১২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন নৌবহরে হামলার প্রস্তুতি চীনের! (ভিডিও)

নিউজ ডেস্ক: মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরীর রেপ্লিকা তৈরি করেছে চীন। যুক্তরাষ্ট্রে হামলা চালানোর সম্ভব্য প্রস্তুতি হিসেবে এই রেপ্লিকা তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জিনজিয়াংয়ের মরুভূমিতে ওই রেপ্লিকা তৈরি করা হয়েছে বলে স্যাটেলাইটে পাওয়া চিত্রের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন মহাকাশ প্রযুক্তি সংস্থা মাক্সারের স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে রোববার এই চিত্র ধরা পড়ে।

তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা চলছে। এরই মধ্যে চীনের এই রেপ্লিকা তৈরি দেশটির অ্যান্টি-ক্যারিয়ার সক্ষমতা অর্জনের এই প্রচেষ্টা মার্কিন নৌবহরের ওপর হামলা চেষ্টার বিষয়ই প্রতিফলন করে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, তাকলামাকান মরুভূমিতে একটি মার্কিন বিমানবাহী রণতরী ও কমপক্ষে দুটি আরলে বার্ক-শ্রেণির গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের সম্পূর্ণ রূপরেখা তৈরি করা হয়েছে।

ভূ-স্থানিক গোয়েন্দা সংস্থা অল সোর্স অ্যানালাইসিসের বরাত দিয়ে মার্কিন নেভাল ইন্সটিটিউ জানিয়েছে, ওই মরুভূমি ব্যালাস্টিক মিসাইল পরীক্ষার জন্য ব্যবহার করা হয়েছে।

তবে এ ব্যাপারে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। - যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়