কবিরউদ্দিন সরকার, ফেসবুক থেকে, ২০১৪ থেকে ২০২১ সাল, এই সাতবছরে জ্বালানি তেল বিক্রি করে ‘বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন’ লাভ করেছে ৪০ হাজার কোটি টাকা। আর আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধির জন্য গত ৫ মাসে বিপিসি লোকসান করেছে ১ হাজার ১৪৭ কোটি টাকা অর্থাৎ প্রতি মাসে গড় লোকসান ২২৯ কোটি টাকা। আগে লাভ করা ৪০ হাজার কোটি টাকা থেকে প্রতি মাসের ২২৯ কোটি টাকা লোকসান পুষিয়ে নিলে ৪০ হাজার কোটি টাকা দিয়ে এভাবে ১৭৪ মাস বা ১৪ বছরের লোকসান পুষিয়ে নেয়া যাবে। তাতে জ্বালানির মূল্য বৃদ্ধির কোন প্রয়োজন হবে না। সাত বছরে বিপিসির যে ৪০ হাজার টাকা লাভ হয়েছিলো সেটা পাবলিকেরই টাকা, কাজেই এখন সেই টাকা পাবলিকের কাজেই লাগানো উচিত।
.
কল্লোল মোস্তফার টাইম-লাইন থেকে।