স্পোর্টস ডেস্ক : [২] নিজের জীবনের উপর ভিত্তি করে বায়োপিক বানাতে অনুমতি দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। সেই সিনেমায় সৌরভ গাঙ্গুলির চরিত্রে কে অভিনয় করবে, এবার নিজের মতামত প্রকাশ্যে জানিয়ে দিলেন সৌরভ গাঙ্গুলি।
[৩] বর্তমানে দাদাগিরি একটি এপিসোডে এক প্রতিযোগীর প্রশ্নের উত্তরে সৌরভ জানিয়ে দেন তিনি তার নিজের বায়োপিকে শাহরুখ খানকে চান না। সৌরভকে প্রশ্ন করা হয়েছে, সৌরভ গাঙ্গুলির বায়োপিকে সৌরভের চরিত্রে কে অভিনয় করছেন? যার উত্তরে তিনি জানিয়েছেন, দেখতে হবে ভ্যালু কার মধ্যে আছে। শাহরুখ খান করতে চাইলে বারণ করে দেব। হৃত্বিক করতে চাইলে বলবো বডিটা এখনও গাঙ্গুলির মতো হয়নি। তাহলে করবে রণবীর কাপুর হয়তো।
[৪] তাই শাহরুখ গাঙ্গুলির চরিত্রে অভিনয় করতে চাইলে তিনি বারণ করে দেবেন। তার এই মন্তব্যে বেজায় চটেছেন শাহরুখ খানের অনুগামীরা। - জি নিউজ/ ইত্তেফাক