শাহীন খন্দকার:[২] রওশন এরশাদের অসুস্থতা নিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব সৃষ্টি হয়েছে। এ কারণে তার ছেলে সাদ এরশাদ এমপি,সামাজিক যোগাযোগমাধ্যমে বিরোধীদলীয় নেতাকে নিয়ে গুজব সৃষ্টি না করতে অনুরোধ জানিয়েছেন। আজ শনিবার জাপা সূত্রে এ তথ্য জানা গেছে।
[৩] রওশন এরশাদ সঙ্গে রয়েছেন রাহগীর আলমাহি (সাদ) সাংসদ ও তার স্ত্রী। সাদ এরশাদ বলেন, আলহামদুলিল্লাহ,বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ নিরাপদে ব্যাংকক পৌঁছেছেন এবং বামরুনগ্রাদ হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিরোধীদলীয় নেতাকে নিয়ে গুজব সৃষ্টি না করতে অনুরোধ জানিয়েছেন তিনি। বিরোধীদলীয় নেতার জন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন সাদ এরশাদ।
[৪] এদিকে জাপার একাধিক সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট রওশন এরশাদের ফুসফুসে জটিলতা দেখা দেয়। পরে তার অক্সিজেন লেভেল কমতে শুরু করলে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। রওশন এরশাদ সেখানেই আইসিইউতে ছিলেন। বর্তমানে ফুসফুসের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন এই রাজনীতিবিদ।
[৫] উল্লেখ্য জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য। তিনি সংসদে গত দুই মেয়াদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করে আসছেন।