রাশিদুল ইসলাম : [২] সন্দেহ নেই এ বিলটি পাশ হলে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্কের আরো অবনতি হবে। স্বায়ত্তশাসিত তাইওয়ান যাতে চীনকে মোকাবেলায় দাঁড়াতে পারে সে কারণেই এ বিলটি আনা হয়েছে। স্পুটনিক
[৩] সিনেটর জিম রিস্ক ‘তাইওয়ান ডিটারেন্স অ্যাক্ট’ নামে বিলটি সিনেটে উত্থাপন করেন।
[৪] সিনেটের মাইক ক্রাপো বিলটির সমর্থনে বলেন বলেন তাইওয়ানকে সামরিকভাবে পরাস্ত করার জন্য চীনের ক্রমবর্ধমান প্রচেষ্টা আন্তর্জাতিক কূটনীতি এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাইওয়ানকে দ্রুত প্রতিরোধ ক্ষমতা, প্রশিক্ষণ এবং প্রস্তুতির সংস্থান দেওয়া অপরিহার্য যাতে এটি ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আগ্রাসন থেকে নিজেকে রক্ষা করতে পারে।
[৫] বিলটি পাশ হলে ২০২৩ সাল থেকে ২০৩২ সাল পর্যন্ত তাইওয়ানকে বার্ষিক বৈদেশিক সামরিক অর্থ অনুদান সহায়তা কর্মসূচিতে যুক্তরাষ্ট্র ওই অর্থ দেবে।