শিরোনাম
◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও) ◈ জুলাই বিদ্রোহ: কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থান ◈ ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল ইসলাম বুলবুল ◈ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার পদে মনোনয়ন পেলেন ১৬৯০ জন ◈ ১৮ জুলাই নতুন দিবস ঘোষণা ◈ ডিসি-এসপি কমিটি ও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করলো ইসি

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২১, ১২:৪২ রাত
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ১২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিস্ময় জাগানো স্থাপত্যশৈলীর 'এডিনবরা ক্যাসেল' !

আসাদুজ্জামান সম্রাট, এডিনবার্গ (স্কটল্যান্ড) থেকে: কিছু দিন আগে মারা গেলেন ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ। অসংখ্য তরুণের জীবনকে অনুপ্রাণিত করে গেছেন তিনি। যুক্তরাজ্যে, কমনওয়েলথভুক্ত দেশগুলোতে এমনকি বিশ্বজুড়েই প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের শ্রদ্ধা পেয়েছেন প্রিন্স ফিলিপ।

১৯৪৭ সালে প্রিন্সেস দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে তার বিয়ে হয়। তার প্রায় পাঁচ বছর পর রানী হন দ্বিতীয় এলিজাবেথ। করোনার টিকা নেয়ার পরও মারা যান তিনি।

তারই স্মৃতি বিজড়িত এডিনবরায় অন্য এক ইতিহাসের সঙ্গে পরিচিত হতে গিয়েছিলাম। পৃথিবীর ইতিহাসে অন্যতম প্রাচীন এডিনবরা ক্যাসেলে গিয়ে ইতিহাসের পাতায় চোখ রাখলাম। বিস্ময় জাগানো স্থাপত্যশৈলী ও এর মজবুত স্থাপনা এখনো বিস্ময় জাগায় আধুনিক স্থাপত্যবিদদের।

মায়াময় সৌন্দর্যের সুন্দর এক প্রতিচ্ছবি স্কটল্যান্ড। দেশটি বেশ ইতিহাস সমৃদ্ধ এবং অ্যাটলান্টিক মহাসাগর, আইরিশ এবং উত্তর সাগর বেষ্টিত। শহর, বন্দর, গ্রাম কিংবা মেঘে ঢাকা পাহাড়, লেক অথবা বিশাল পাহাড়ি উপত্যকা সবকিছুতেই মুগ্ধতা ছড়ায়।

স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গ, তবে স্থানীয়দের কাছে এর নাম এডিনবরা। তবে রাজধানী হলেও চিরাচরিত অন্য দেশের রাজধানী শহর হতে এটি অনেক ভিন্ন।
কোলাহলবিহীন, শান্ত শিষ্ট এক নগরী। প্রায় ১,৩০০ বছরের পুরনো এই শহর স্কটল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় স্থানগুলোর একটি। গ্লাসগো এর বাণিজ্যিক নগরী। এবারের বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৬ অনুষ্ঠিত হচ্ছে এ শহরেই। সম্মেলনের ফাকে ইউরোপের দ্বিতীয় জনপ্রিয় পর্যটন শহরও এডিনবার্গ ঘুরে এলাম। যার সিংহভাগ সময়ই কাটালাম এডিনবার্গ ক্যাসেলে।

এডিনবার্গ ক্যাসেলটি সংস্কৃতি এবং ঐতিহ্যে এতটাই বিস্তৃত একে যেন পরিপূর্ণ এক ইতিহাসের বই বলা যায়। দুর্গটি এডিনবার্গ শহরের ঠিক কেন্দ্রে শহরটি অবস্থিত। যে কারণে শহরের যে অংশেই আপনি থাকেন না কেন, এটি চোখে পড়বেই।

রোমান সাম্রাজ্যের আক্রমণ হতে রক্ষার জন্য দুর্গটি নির্মিত হয় ‘দ্বাদশ শতাব্দীতে’। প্রচণ্ড শক্তিশালী যোদ্ধা দ্বারা দুর্গটি সুরক্ষিত ছিল। এক গবেষণায় এখানে ২৬টি সুরক্ষাবহ পাওয়া যায়। এগুলো প্রায় ১,১০০ বছরের পুরনো। যা থেকে অনুমান করা হয় যে দুর্গটি গ্রেট ব্রিটেনের অন্যতম নিরাপদ জায়গা এবং আক্রমণের জন্য বিশ্বের যে কোনো জায়গার চেয়ে বেশ সুবিধাজনক।

দুর্গটি সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় ৪৩০ ফুট উঁচু। ৩৫০ মিলিয়ন বছর পূর্বে সৃষ্টি হওয়া অগ্ন্যুৎপাতের ফলে গড়ে ওঠা পলি শিলা স্তরের উপর দুর্গটি দাঁড়িয়ে আছে।

দুর্গটি যদিও অনেক পুরনো কিন্তু এর প্রথম দিকের ইতিহাস সম্পর্কে খুব একটা ধারনা পাওয়া যায় না। একাধারে এটি রাজপ্রাসাদ এবং পরবর্তীতে এটি সেনা-ঘাটি এবং বন্দিশালা হিসেবে ব্যবহৃত হয়েছে। স্কটিশ এবং ব্রিটিশ দের মাঝেও দুর্গটির নিয়ন্ত্রণ নিয়ে অনেক বছর যুদ্ধ হয়েছে।

ষোড়শ শতাব্দীর যুদ্ধে দুর্গটির বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছিলো একমাত্র সেন্ট মার্গারেট চ্যাপেল ছাড়া। এ জন্য বলা হয়ে থাকে এটিই সবচেয়ে পুরনো এবং প্রাচীন যা দ্বাদশ শতাব্দী থেকে টিকে আছে। সপ্তদশ ও অষ্টাদশ শতকে গ্রেট হলের নিচে ক্যাসল ভল্ট গুলো পুনর্নির্মাণ করা হয়।

দুর্গটি নিয়ে মজার একটি বিষয় আছে। স্কটল্যান্ডের রাজার রাজমুকুট এই দুর্গেই হারিয়ে যায়। প্রায় ৯০ বছর পর দুর্গটি থেকেই পুনরায় রাজমুকুটটি উদ্ধার করা হয়।

এডিনবার্গ ক্যাসেলে আপনি ইউরোপের প্রাচীন রত্নগুলোর এক সংগ্রহশালা দেখতে পাবেন। এছাড়াও গোপন কক্ষ, রান্না সামগ্রীসহ তৎকালীন অস্ত্রসামগ্রীর এক সংগ্রহশালাও সেখানে রয়েছে।
এখানে আপনি ২ মাইল লম্বা মোনস মেগ নামক অস্ত্রের দেখা পাবেন। বিচিত্র ব্যাপার হচ্ছে ১৮৬১ সাল থেকে ওয়ান ও’ক্লক নামক বন্দুকটি থেকে প্রতিদিন গুলি বর্ষণ করা হয়!
উনিশ শতকের শুরুতেই স্কটল্যান্ড একে জাতীয় ঐতিহ্য হিসেবে স্বীকৃত দেয়। ১৯৯৫ সালে ইউনেস্কো দুর্গটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত করে এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

তখন থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তের ভ্রমণ পিপাসুরা একে দেখতে ছুটে আসেন। স্কটল্যান্ড-ইংল্যান্ড যুদ্ধ, স্কটল্যান্ডের স্বাধীনতা যুদ্ধ, জ্যাকবের উত্থান সহ ইতিহাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হিসেবে দুর্গটি এখনো স্ব-গৌরবে এর অস্তিত্ব জানান দিয়ে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়