শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২১, ১০:১৬ রাত
আপডেট : ০৩ নভেম্বর, ২০২১, ১০:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জামাল ভূইয়ার কাছে শ্রীলঙ্কা যাবার অনুমতি চাইলেন সালাহউদ্দিন

স্পোর্টস ডেস্ক: [২] সদ্য শেষ হওয়া সাফ চ্যাম্পিয়নশীপে অপ্রত্যাশিতভাবে বিদায় নেয়ার পরে আরও এক টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ফুটবল দল। শ্রীলংকায় অনুষ্ঠিতব্য চারজাতি আমন্ত্রণমূলক টুর্নামেন্টে অংশ নেবে জামাল ভূঁইয়ারা। তারই প্রস্তুতি হিসেবে জাতীয় ফুটবল দল বুধবার অনুশীলন করেছে বাড্ডার বেরাইদের ফর্টিস গ্রুপের মাঠে। অন্তর্র্বতীকালীন কোচ পর্তুগালের মারিও লেমোসের শিষ্যদের অনুশীলন দেখতে বেরাইদে গিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

[৩] বাফুফে সভাপতি মাঠে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে কিছু সময় কথাও বলেছেন। জামালদের সঙ্গে কী কথা বাফুফে সভাপতির?

[৪] কাজী মো. সালাউদ্দিন বলেছেন, ‘আমি ওদের খুব সিম্পল কথা বলেছি। মাঠে গিয়ে অধিনায়ককে ডাক দিয়ে বললাম- জামাল এদিকে আসো। তারপর সবার সামনেই তাকে বললাম, আমি কি শ্রীলঙ্কা যাবো? নাকি যাবো না? কারণ তোমাদের অনুমতি তো লাগবে। ওরা আমাকে বলেছে, আমরা আপনাকে চ্যাম্পিয়নশিপ উপহার দেবো। আমি বলেছি, যদি চ্যাম্পিয়নশিপ দেয়ার প্রতিশ্রতি দাও, তাহলে আমি ফাইনালে যাবো। না হলে যাবো না।’

[৫] বাফুফে সভাপতি এই টুর্নামেন্টের জন্য মারিও লেমোসকে দায়িত্ব দেয়া প্রসঙ্গে বলেছেন, ‘আমরা এখন অন্তর্র্বতীকালীন কোচ দিয়ে চালাচ্ছি। কারণ, এই কোভিডের সময় আমি কোনো ভালো কোচ পাবো না। আমরা যোগাযোগ করেছিলাম। ওদের আসতে হবে, কোয়ারেন্টাইন করতে হবে এবং খেলা দেখতে হবে। আমি যত নামকরা কোচই আনি না কেন, তারতো প্লেয়ার চিনবে না, খেলাও দেখেনি। এ জন্য আগেরবার দায়িত্ব দিয়েছিলাম অস্কারকে এবং এবার দিয়েছি লেমোসকে। কিন্তু এটা তো আমাদের ভবিষ্যত না। এরপর থেকে আমরা প্রপার কোচিং স্টাফ নিযোগ দিয়ে দল পরিচালনা করবো। তখন আমাদের হাতে সময় থাকবে। স্পোর্টস জোন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়