মোতাহার খান: [২] গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকার একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার(৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
[৩] গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া জানান, মুলাইদ এলাকায় একটি কেমিক্যাল কারখানায় আগুন লাগে।
[৪] খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের তিনটি ও গাজীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এছাড়া, জয়দেবপুরসহ আশপাশের ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে যাচ্ছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।