শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২১, ০২:৫০ রাত
আপডেট : ০৩ নভেম্বর, ২০২১, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুমন্ত আসলাম: কথাটা নগেন মুন্সী স্যার মাঝে মধ্যে বলতেন, আমার বাবাও, একজন হিন্দু এবং একজন মুসলমান

সুমন্ত আসলাম
কথাটা নগেন মুন্সী স্যার মাঝে মাঝে বলতেন, বলতেন আমার বাবাও। একজন হিন্দু এবং একজন মুসলমান। অথচ তাঁদের কথার মানে একইকারও অনুপস্থিতিতে তার সমালোচনা করো না। খুব সাধারণ বেশেও যে বর্ণিলভাবে উজ্জ্বল বেঁচে থাকা যায়, তাঁদের কাছ থেকে তা শিখেছি আমি। আমি আরও শিখেছিএক জীবনে কী যত নিয়ে নিজ ধর্ম পালন ও লালন করা যায়, অন্য ধর্মকে সম্মান দেওয়া যায়।

[২] বারো বছর পর হাসপাতালে ভর্তি হতে হয়েছিল আমাকে। মাঝরাতের দিকে তীব্র এক চিৎকারে ঘুম ভেঙে যায় আমার। একটা কেবিনে দুটো বেড, মাঝখানে ভারী পর্দা টানানো। পাশের বেডের মানুষটা কাতরাচ্ছেন। ঘুম আর ঠাঁই পায় না আমার চোখে। কয়েক মিনিট পর শব্দ পাই নামাজ পড়ছেন মানুষটা।

[৩] সকালে পরিচয় হলো মানুটার সঙ্গে। বয়সে আমার চেয়ে ছোট। পুরো একজন ধর্মপ্রাণ মানুষ। প্রশাবের রাস্তা সংক্রান্ত জটিলতায় ভর্তি হয়েছেন এখানে। আমাকে অবাক করে দিয়ে বললেন, ‘আমি আপনাকে চিনি, আপনার ‘বাউ’ পড়তাম আমি নিয়মিত। আপনার ফেসবুকের লেখাও পড়ি।’ পুলকিত বোধ করি আমি। কিন্তু সেই বোধের রেশ থাকতে থাকতেই তিনি বললেন, ‘আপনার লেখাতে অন্যের সমালোচনা থাকে, এটা পরচর্চার সামিল। পরচর্চা গুনাহর কাজ।’ তর্ক আমাকে কখনো টানে না, চুপ হয়ে বসে রইলাম আমি। কিছুটা বিব্রতবোধ করে প্রসঙ্গ বদলিয়ে তিনি বললেন, ‘আপনার শরীর এখন কেমন?’ আমি টের পেলামশরীর না, এ মুহূর্তে মনটা খারাপ হয়ে আছে বেশি।

[৪] যারা কলাম লেখেন, স্বচ্ছ সাংবাদিকতা করেন, তাদের লেখায় কোনো কিছুর সমালোচনা থাকবেইতা ব্যক্তি হোক, সরকার হোক।

এটা যদি গুনাহ, পাপ, পক্ষান্তরে খারাপ কাজ হয়, তাহলে এটা কেন করছি? এটা কি সত্যি গুনাহর কাজ? নিজের ভেতর থেকে কোনো উত্তর পাচ্ছি না। আপনাদের কাছে কোনও উত্তর আছে, বন্ধু?Sumanto Aslam-র ফেসবুক ওয়ালে লেখাটি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়