শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২১, ০২:৫০ রাত
আপডেট : ০৩ নভেম্বর, ২০২১, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুমন্ত আসলাম: কথাটা নগেন মুন্সী স্যার মাঝে মধ্যে বলতেন, আমার বাবাও, একজন হিন্দু এবং একজন মুসলমান

সুমন্ত আসলাম
কথাটা নগেন মুন্সী স্যার মাঝে মাঝে বলতেন, বলতেন আমার বাবাও। একজন হিন্দু এবং একজন মুসলমান। অথচ তাঁদের কথার মানে একইকারও অনুপস্থিতিতে তার সমালোচনা করো না। খুব সাধারণ বেশেও যে বর্ণিলভাবে উজ্জ্বল বেঁচে থাকা যায়, তাঁদের কাছ থেকে তা শিখেছি আমি। আমি আরও শিখেছিএক জীবনে কী যত নিয়ে নিজ ধর্ম পালন ও লালন করা যায়, অন্য ধর্মকে সম্মান দেওয়া যায়।

[২] বারো বছর পর হাসপাতালে ভর্তি হতে হয়েছিল আমাকে। মাঝরাতের দিকে তীব্র এক চিৎকারে ঘুম ভেঙে যায় আমার। একটা কেবিনে দুটো বেড, মাঝখানে ভারী পর্দা টানানো। পাশের বেডের মানুষটা কাতরাচ্ছেন। ঘুম আর ঠাঁই পায় না আমার চোখে। কয়েক মিনিট পর শব্দ পাই নামাজ পড়ছেন মানুষটা।

[৩] সকালে পরিচয় হলো মানুটার সঙ্গে। বয়সে আমার চেয়ে ছোট। পুরো একজন ধর্মপ্রাণ মানুষ। প্রশাবের রাস্তা সংক্রান্ত জটিলতায় ভর্তি হয়েছেন এখানে। আমাকে অবাক করে দিয়ে বললেন, ‘আমি আপনাকে চিনি, আপনার ‘বাউ’ পড়তাম আমি নিয়মিত। আপনার ফেসবুকের লেখাও পড়ি।’ পুলকিত বোধ করি আমি। কিন্তু সেই বোধের রেশ থাকতে থাকতেই তিনি বললেন, ‘আপনার লেখাতে অন্যের সমালোচনা থাকে, এটা পরচর্চার সামিল। পরচর্চা গুনাহর কাজ।’ তর্ক আমাকে কখনো টানে না, চুপ হয়ে বসে রইলাম আমি। কিছুটা বিব্রতবোধ করে প্রসঙ্গ বদলিয়ে তিনি বললেন, ‘আপনার শরীর এখন কেমন?’ আমি টের পেলামশরীর না, এ মুহূর্তে মনটা খারাপ হয়ে আছে বেশি।

[৪] যারা কলাম লেখেন, স্বচ্ছ সাংবাদিকতা করেন, তাদের লেখায় কোনো কিছুর সমালোচনা থাকবেইতা ব্যক্তি হোক, সরকার হোক।

এটা যদি গুনাহ, পাপ, পক্ষান্তরে খারাপ কাজ হয়, তাহলে এটা কেন করছি? এটা কি সত্যি গুনাহর কাজ? নিজের ভেতর থেকে কোনো উত্তর পাচ্ছি না। আপনাদের কাছে কোনও উত্তর আছে, বন্ধু?Sumanto Aslam-র ফেসবুক ওয়ালে লেখাটি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়