শিরোনাম
◈ নিরাপত্তা সতর্কতায় পুলিশ, রাজধানীতে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি ◈ ‘বিএনপি ১০০ বছর চেষ্টা করেও গণভোট ঠেকাতে পারবে না’ (ভিডিও) ◈ পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক ◈ প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে ২য় ধাপে বড় বিজ্ঞপ্তি ◈ পাটওয়ারীর ও হাসনাতের সাথে ডা. জাহিদ রায়হানের বাকবিতণ্ডা! (ভিডিও) ◈ হাসিনার মামলার রায়: ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি ◈ ডাকসুতে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত ◈ রংপুরে ভুয়া নারী সৈনিক সেজে অনলাইনে প্রেমের ফাঁদ, এরপর যা ঘটল! ◈ পুলিশ সুপারের বাসভবনে আগুন ◈ ভারতীয় রাষ্ট্রদূত তলব : হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার নিয়ে গভীর উদ্বেগ 

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২১, ০২:৫০ রাত
আপডেট : ০৩ নভেম্বর, ২০২১, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুমন্ত আসলাম: কথাটা নগেন মুন্সী স্যার মাঝে মধ্যে বলতেন, আমার বাবাও, একজন হিন্দু এবং একজন মুসলমান

সুমন্ত আসলাম
কথাটা নগেন মুন্সী স্যার মাঝে মাঝে বলতেন, বলতেন আমার বাবাও। একজন হিন্দু এবং একজন মুসলমান। অথচ তাঁদের কথার মানে একইকারও অনুপস্থিতিতে তার সমালোচনা করো না। খুব সাধারণ বেশেও যে বর্ণিলভাবে উজ্জ্বল বেঁচে থাকা যায়, তাঁদের কাছ থেকে তা শিখেছি আমি। আমি আরও শিখেছিএক জীবনে কী যত নিয়ে নিজ ধর্ম পালন ও লালন করা যায়, অন্য ধর্মকে সম্মান দেওয়া যায়।

[২] বারো বছর পর হাসপাতালে ভর্তি হতে হয়েছিল আমাকে। মাঝরাতের দিকে তীব্র এক চিৎকারে ঘুম ভেঙে যায় আমার। একটা কেবিনে দুটো বেড, মাঝখানে ভারী পর্দা টানানো। পাশের বেডের মানুষটা কাতরাচ্ছেন। ঘুম আর ঠাঁই পায় না আমার চোখে। কয়েক মিনিট পর শব্দ পাই নামাজ পড়ছেন মানুষটা।

[৩] সকালে পরিচয় হলো মানুটার সঙ্গে। বয়সে আমার চেয়ে ছোট। পুরো একজন ধর্মপ্রাণ মানুষ। প্রশাবের রাস্তা সংক্রান্ত জটিলতায় ভর্তি হয়েছেন এখানে। আমাকে অবাক করে দিয়ে বললেন, ‘আমি আপনাকে চিনি, আপনার ‘বাউ’ পড়তাম আমি নিয়মিত। আপনার ফেসবুকের লেখাও পড়ি।’ পুলকিত বোধ করি আমি। কিন্তু সেই বোধের রেশ থাকতে থাকতেই তিনি বললেন, ‘আপনার লেখাতে অন্যের সমালোচনা থাকে, এটা পরচর্চার সামিল। পরচর্চা গুনাহর কাজ।’ তর্ক আমাকে কখনো টানে না, চুপ হয়ে বসে রইলাম আমি। কিছুটা বিব্রতবোধ করে প্রসঙ্গ বদলিয়ে তিনি বললেন, ‘আপনার শরীর এখন কেমন?’ আমি টের পেলামশরীর না, এ মুহূর্তে মনটা খারাপ হয়ে আছে বেশি।

[৪] যারা কলাম লেখেন, স্বচ্ছ সাংবাদিকতা করেন, তাদের লেখায় কোনো কিছুর সমালোচনা থাকবেইতা ব্যক্তি হোক, সরকার হোক।

এটা যদি গুনাহ, পাপ, পক্ষান্তরে খারাপ কাজ হয়, তাহলে এটা কেন করছি? এটা কি সত্যি গুনাহর কাজ? নিজের ভেতর থেকে কোনো উত্তর পাচ্ছি না। আপনাদের কাছে কোনও উত্তর আছে, বন্ধু?Sumanto Aslam-র ফেসবুক ওয়ালে লেখাটি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়