আল আমীন: [২] জেলার ধৌবাউড়া উপজেলা ঘোষগাঁও ইউনিয়নের সীমান্ত ঘেষা গ্রামে বন্য হাঁতির আতংক বিরাজ করছে স্হানীদের মাঝে । ভারত থেকে নেমে আসা ১টি বাচ্চাসহ ৯ টি হাঁতি সোমবার সন্ধ্যার পর গলইভাঙ্গা ও গাবরাখালী পর্যটন কেন্দ্রের পুর্ব পাশে অবস্থান করে ফসলের ক্ষতি ও কিছু গাছ নষ্ট করছে বলে জানিয়েছে এলাকাবাসী।
[৩] এ ব্যাপারে ওয়ার্ড মেম্বার নজরুল ইসলামের কাছে জানান হাতিগুলো এদিক সেদিক ঘুড়াঘুড়ি করছে হাঁতিগুলো হয়তো রাতে আবার ভারতে চলে যেতে পারে। গ্রামের ধান ক্ষেতসহ ফসলের ক্ষতি আশংকা রয়েছে।