ফিরোজ আহম্মেদ: [২] ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে পারাপারের সময় ১৪ জনকে আটক করেছে বিজিবি। বিনাপাসপোর্টে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় মাটিলা বিওপির বিজিবি'র সদস্যরা ৬ জনকে আটক করে ও বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় যাদবপুর বিওপির বিজিবি সদস্যরা এক দালালসহ ৮ জনকে আটক করে।
[৩] মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, তারা নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিনাপাসপোর্টে অবৈধভাবে সীমান্ত পারপারের সময় ১৪ জনকে আটক করেছে।