ভূঁইয়া আশিক: [২] গণ-অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেছেন, যে দলের সঙ্গে (জামায়াতে ইসলাম) আমাদের রাজনীতির কথা বলা হচ্ছে তারা চার শতাংশের বেশি ভোট পাবেন না। জামায়াত কোনো হিসেবে আসে না। একাত্তরের পরাজিতদের নিয়ে জনগণের মাথাব্যথা নেই।
[৩] আওয়ামী লীগ ১২ শতাংশ ভোট পাবে কিনা সন্দেহ জনপ্রিয়তার দিক থেকে ১২ শতাংশের দল ৪ শতাংশদের নিয়ে মাথা ঘামাতে পারে, আমরা নই।
[৪] আওয়ামী লীগ জনপ্রিয়তার দিক থেকে ছোট দল হয়ে গেছে! গুরুত্বপূর্ণ জনপ্রিয় বড় দলের সঙ্গে কাজ করবো।
[৫] বিএনপিসহ বিরোধী দলগুলো নিয়ে সংলাপ করার পরিকল্পনা আছে। বিএনপি বা অন্য বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা বসবো। তবে আমাদের প্রথম ফোকাস হচ্ছে সাংগঠনিক কাজ।
[৬] জনগণের ইস্যুতে মাঠে নামতে হবে। খাদ্যদ্রব্যের উর্ধ্বগতি নিয়ে জনগণের সঙ্গে রাজপথে আমরা দাঁড়াবো।
[৭] মামলা-হামলা রাজনৈতিকভাবে মোকাবেলা করবো। সব বিরোধী দলের মতো আমাদের বিরুদ্ধেও সরকার অবস্থান নেবে। কারণ তারা অগণতান্ত্রিক ও অত্যাচারী।