শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ০২:৫৬ দুপুর
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ০২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৪০ লাখ টাকার অধিক মূল্যের ইয়াবাসহ এক মাদককারবারী গ্রেপ্তার

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন হাদিপাড়া এলাকা থেকে ১৩হাজার ৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদককারবারীকে আটক করেছে র‌্যাব।

[৩] মঙ্গলবার ২৬ অক্টোবর র‌্যাব-৭, চট্টগ্রাম এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া এএসপি মোহাম্মদ নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন হাদিপাড়া এলাকায় মাদককারবারী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করাকালীন মঙ্গলবার সকালে অভিযান পরিচালনা করে মো. রিপন (৪৬)কে গ্রেপ্তার করে।

[৪] তার পিতার নাম মৃত মো. ইয়াছিন। তিনি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি পূর্ব পাড়া এলাকার বাসিন্দা।

[৫] তার কাছে থাকা শপিং ব্যাগ এর ভিতর হতে ১৩হাজার ৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪০ লাখ ৭০ হাজার টাকা।

[৬] গ্রেপ্তারকৃত রিপনকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘ দিন যাবৎ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন মাদককারবারী হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা মাদককারবারী ও মাদক সেবনকারীদের কাছে বিক্রয় করে আসছে। আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়