রাকিবুল আবির: [২] চলতি সপ্তাহে হাইতিতে ১৭ মার্কিন মিশনারি এবং তাদের পরিবারের সদস্যদের অপহরণ করেছে সশস্ত্র গোষ্ঠী। মুক্তিপণ চাওয়া হয়েছে ২ কোটি ডলার। তবে এবার নতুন করে তাদের হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার ইউটিউবের এক ভিডিও বার্তায় এক ব্যক্তি নিজেকে অপহরণকারী চক্রের প্রধান দাবি করে বলেন, মুক্তিপণ না দেওয়া হলে তাদের সবাইকেই হত্যা করা হবে। দ্য গার্ডিয়ান, রয়টার্স
[৩] তবে ভিডিওটি সত্য কি না তা এখনো পুরোপুরিভাবে নিশ্চিত হওয়া যায়নি।
[৪] প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হুমকি দেওয়া ওই ব্যক্তি হাইতির নাগরিক। লামো সানজু নামে পরিচিত এই ব্যক্তি মাওজো গ্যাংয়ের নেতা। ধারণা করা হয়, এই সশস্ত্রগোষ্ঠীর সদস্য সংখ্যা প্রায় ৪০০। কর্তৃপক্ষ বলছে, মিশনারিদের অপহরণের পেছনে তাদেরই হাত থাকতে পারে।