শিরোনাম
◈ এক বছ‌রে রেকর্ড আয়ের শীর্ষে রিয়াল মা‌দ্রিদ ও বা‌র্সেলোনা  ◈ সিলেট থেকে নারায়ণগঞ্জ: ১৬ ঘণ্টায় সাত জেলায় টানা জনসমাবেশ শেষে ঢাকায় ফিরলেন তারেক রহমান ◈ বকেয়া ২৬ কোটি ডলার পরিশোধ না করেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সদস্যপদ ত্যাগ করলো যুক্তরাষ্ট্র ◈ কাকে ভোট দেওয়া উচিত, জানালেন শায়খ আহমাদুল্লাহ ◈ বিনিয়োগ স্থবিরতা ও রাজস্ব ঘাটতি: নতুন সরকারের সামনে বড় আর্থিক চ্যালেঞ্জ ◈ বাংলাদেশে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ কমাল ভারত, শীতে লোডশেডিং ও গরমে বড় সংকটের আশঙ্কা ◈ পাসপোর্ট কেড়ে নিয়ে জোরপূর্বক চুক্তি, মিয়ানমার থেকে ফেরা বাংলাদেশিদের লোমহর্ষক বর্ণনা ◈ এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমান (ভিডিও) ◈ শুক্রবার বি‌পিএ‌লের ফাইনা‌লে চট্টগ্রাম রয়‌্যালস ও রাজশাহী ওয়া‌রিয়র্স মু‌খোমু‌খি ◈ এবার ওষুধ আমদানিতে বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করলেন আফগান ব্যবসায়ীরা!

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২১, ০১:৫৪ দুপুর
আপডেট : ২১ অক্টোবর, ২০২১, ০১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাপাসিয়ায় শুরু হচ্ছে পরীমণির `মা'

ইমরুল শাহেদ: নাট্যকার ও নির্মাতা অরণ্য আনোয়ার ‘মা’ ছবির শুটিং শুরু করবেন নভেম্বর মাসের প্রথম সপ্তাহে। তিনি ইতোমধ্যে বিভিন্ন শুটিং উপকরণ ঠিকঠাক করতে শুরু করেছেন। তিনি প্রথম লটের শুটিং করবেন ঢাকার কাপাসিয়ায়। তিনি বলেন, মা চরিত্রে নেওয়া হয়েছে বর্তমান সময়ের আলোচিত নায়িকা পরীমণিকে। রোমান্টিক ঘরানার অভিনেত্রী এই প্রথম মা চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন।

এই চরিত্রটিতে পরীমণিকে ভাবা হলো কেন জানতে চাওয়া হলে অরণ্য আনোয়ার বলেন, বিশেষ কোনো কারণ নেই। মন চাইলো, নিলাম। তবে চরিত্রটি অত্যন্ত চ্যালেঞ্জিং। এই চরিত্রে তিনি যদি উতরে যেতে পারেন তাহলে চলচ্চিত্রে তার ভিন্ন একটি ঠিকানা হবে। নির্মাতা জানিয়েছেন, ‘মা’ সিনেমার গল্প সাজানো হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার সময় মৃত ঘোষিত ৭ মাস বয়সী এক সন্তানকে নিয়ে এক অসহায় মায়ের আবেগের ঘটনা তুলে ধরা হবে এই সিনেমায়। আর সেই অসহায় মায়ের ভূমিকায় অভিনয় করছেন পরীমণি। ‘নুরুল হুদা’ টিভি সিরিজের নির্মাতা অরণ্য আনোয়ারের এটাই হলো প্রথম ছবি।

এজন্য কাজটা পরিচালকের জন্যও চ্যালেঞ্জিং। অরণ্য আনোয়ার বলেন, মা নির্ভর ছবিটিতে আর যারা আছেন তারাও তাকে সহযোগিতা করছেন। মা চরিত্রের অভিনেত্রী পরীমণি গত ২৯ সেপ্টেম্বর রাতে ‘মা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পরী। তিনি নতুন এই সিনেমার বিষয়ে বলেন, আমি এমন চরিত্রে আর কাজ করিনি। আমার তো মা নেই। এবার আমি সেই মায়ের চরিত্রে অভিনয় করবো। আশা করছি নিজেকে ভাঙতে পারব আমি। এদিকে নির্মাতা অরণ্য আনোয়ার জানিয়েছেন, মায়ের চরিত্রে অভিনয় করার জন্য পরী রাজি হবেন কিনা তা নিয়ে দ্বিধায় ছিলাম। কিন্তু গল্পটি শোনার পর পরী যেভাবে গ্রহণ করলেন তাতে আমি মুগ্ধ ও বিস্মিত। ‘মা’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া ও অরণ্য আনোয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়