শিরোনাম
◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২১, ০১:৫৪ দুপুর
আপডেট : ২১ অক্টোবর, ২০২১, ০১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাপাসিয়ায় শুরু হচ্ছে পরীমণির `মা'

ইমরুল শাহেদ: নাট্যকার ও নির্মাতা অরণ্য আনোয়ার ‘মা’ ছবির শুটিং শুরু করবেন নভেম্বর মাসের প্রথম সপ্তাহে। তিনি ইতোমধ্যে বিভিন্ন শুটিং উপকরণ ঠিকঠাক করতে শুরু করেছেন। তিনি প্রথম লটের শুটিং করবেন ঢাকার কাপাসিয়ায়। তিনি বলেন, মা চরিত্রে নেওয়া হয়েছে বর্তমান সময়ের আলোচিত নায়িকা পরীমণিকে। রোমান্টিক ঘরানার অভিনেত্রী এই প্রথম মা চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন।

এই চরিত্রটিতে পরীমণিকে ভাবা হলো কেন জানতে চাওয়া হলে অরণ্য আনোয়ার বলেন, বিশেষ কোনো কারণ নেই। মন চাইলো, নিলাম। তবে চরিত্রটি অত্যন্ত চ্যালেঞ্জিং। এই চরিত্রে তিনি যদি উতরে যেতে পারেন তাহলে চলচ্চিত্রে তার ভিন্ন একটি ঠিকানা হবে। নির্মাতা জানিয়েছেন, ‘মা’ সিনেমার গল্প সাজানো হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার সময় মৃত ঘোষিত ৭ মাস বয়সী এক সন্তানকে নিয়ে এক অসহায় মায়ের আবেগের ঘটনা তুলে ধরা হবে এই সিনেমায়। আর সেই অসহায় মায়ের ভূমিকায় অভিনয় করছেন পরীমণি। ‘নুরুল হুদা’ টিভি সিরিজের নির্মাতা অরণ্য আনোয়ারের এটাই হলো প্রথম ছবি।

এজন্য কাজটা পরিচালকের জন্যও চ্যালেঞ্জিং। অরণ্য আনোয়ার বলেন, মা নির্ভর ছবিটিতে আর যারা আছেন তারাও তাকে সহযোগিতা করছেন। মা চরিত্রের অভিনেত্রী পরীমণি গত ২৯ সেপ্টেম্বর রাতে ‘মা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পরী। তিনি নতুন এই সিনেমার বিষয়ে বলেন, আমি এমন চরিত্রে আর কাজ করিনি। আমার তো মা নেই। এবার আমি সেই মায়ের চরিত্রে অভিনয় করবো। আশা করছি নিজেকে ভাঙতে পারব আমি। এদিকে নির্মাতা অরণ্য আনোয়ার জানিয়েছেন, মায়ের চরিত্রে অভিনয় করার জন্য পরী রাজি হবেন কিনা তা নিয়ে দ্বিধায় ছিলাম। কিন্তু গল্পটি শোনার পর পরী যেভাবে গ্রহণ করলেন তাতে আমি মুগ্ধ ও বিস্মিত। ‘মা’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া ও অরণ্য আনোয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়