খালিদ আহমেদ: [২] আইনসভায় নিয়োগপ্রাপ্ত নারীরা হলেন-শেখা বিনতে ইউসুফ আল জুফাইরি এবং হামদা বিনতে হাসান আল সুলাইতি।গালফ নিউজ
[৩] উপসাগরীয় দেশ কাতারের শুরা কাউন্সিলে মোট আসন সংখ্যা- ৪৫টি। গেল ২ অক্টোবর দেশটিতে প্রথমবারের মতো আইনসভার নির্বাচন হয়।
[৪] সেই নির্বাচনে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২০ জন নারী। তবে তাদের কেউই জয়ী হতে পারেননি। তবে দেশটির সংবিধানে ৩০টি আসনে নির্বাচনের নির্দেশনা থাকলেও বাকি ১৫ টি আসনে প্রতিনিধিদের নিয়োগ দেয়ার ক্ষমতা কাতারের আমিরের।
[৫] সেই অনুযায়ী, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এই দুই নারী নিয়োগ করেন।