শিরোনাম
◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২১, ০৩:২৬ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২১, ০৩:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালে ইলিশ রক্ষায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সমন্বিত অভিযান

মনিরুজ্জামান: [২] ইলিশ রক্ষায় রোল মডেল বরিশাল বিভাগের বরিশাল জেলায় বিগত ৫ অক্টোবর থেকে শুরু হওয়া অভিযানে বিভিন্ন ঘটনা দেশব্যাপী আলোচিত হয়ে চলেছে। মেহেন্দিগঞ্জ ও হিজলাসহ বিভিন্ন স্থানে বেপরোয়া জেলেদের আক্রমণে প্রশাসন ব্যস্ত। এরই মধ্যে দেশে ইলিশ উৎপাদনের দুই-তৃতীয়াংশ দখল করা ও ইলিশের প্রধান প্রজনন ক্ষেত্রগুলোর অধিকারী বরিশাল বিভাগের প্রশাসনের বিভিন্ন পর্যায়ের বড় কর্মকর্তা ও সকল বাহিনী সমন্বয়ে অভিযান পরিচালিত হয়।

[৩] মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ৮টা থেকে সাড়ে ১০টা ঘটিকা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

[৪] মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক আনিছুর রহমান তালুকদারের সমন্বয়ে অভিযানে অংশগ্রহণ করেন- বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব মোঃ আব্দুর রাজ্জাক, র‍্যাব-৮ এর কোম্পানী কমান্ডার জাহাঙ্গীর আলম, নৌপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোলায়মান হোসেন ও নৌবাহিনীর স্থানীয় ইউনিটের প্রধান।

[৫] অভিযানে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন বরিশাল জেলার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রকিবুর রহমান খান। এ সময় নৌবাহিনী, র‍্যাব, কোস্টগার্ড, বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও নৌপুলিশের সদস্যরা অভিযানে অংশগ্রহণ করেন।

[৬] অভিযানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন- বরিশালের জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ও সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্নামত। অভিযান সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় মৎস্য অফিসের সহকারী পরিচালক এ. এফ. এম. নাজমুস সালেহীন।

[৭] মোট ৪টি স্পীড বোট ও ২টি ফাইটার নৌকার সাহায্যে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকারী টিমটি ডিসি লঞ্চঘাট থেকে যাত্রা শুরু করে চরমোনাই হয়ে মেহেন্দিগঞ্জের চরশেফালি পর্যন্ত গিয়ে আবার একই পথে ফিরে আসে।

[৮] উল্লেখ্য, বরিশাল বিভাগে গত ১৩ দিনের অভিযানে মোট ৪১৮ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড, মোট ১১.৯০৩ লক্ষ টাকা জরিমানা, ৬.৩৬৩ মে টন ইলিশ জব্দ ও ৪০.৮৭৫ লাখ মিটার জাল আটক করা হয়। অক্টোবরের ৫ তারিখ শুরু হওয়া ২২ দিনের এ অভিযান চলবে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়