শিরোনাম
◈ পূর্বাচল প্লট মামলায় শেখ হাসিনা পরিবারের ভাগ্য নির্ধারণ আজ ◈ এনসিপিসহ চার দলের নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ বৃহস্পতিবার ◈ যেসব স্বর্ণ মিলল শেখ হাসিনার লকারে, দেখুন ছবিতে ◈ একই দিনে নির্বাচন–গণভোট: জানুন সরকারের দেওয়া ৮ গুরুত্বপূর্ণ তথ্য ◈ আর্থিক দুরবস্থায় একীভূত হওয়া ৫ ব্যাংকে বেতন–ভাতা কমছে ◈ প্রতিদিন গড়ে প্রায় ৬ কোটি ৬৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে ◈ হংকং-এ আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন, প্রাণহানি ১৩, চারদিকে আতঙ্ক! (ভিডিও) ◈ শক্তিধর মালয়েশিয়ার বিরু‌দ্ধে লড়াই করে হারলো বাংলাদেশের মে‌য়েরা   ◈ নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে সাফল্যের স্বীকৃতি, মেয়র মামদানির ট্রানজিশন টিমে ১২ বাংলাদেশি   ◈ জাতীয় দল নির্বাচক‌দের প্রতি গুরুতর অ‌ভি‌যোগ আন‌লেন অধিনায়ক লিটন দাস

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২১, ০৪:৩১ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২১, ০৪:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে কাপড় বিক্রেতা নারীর মরদেহ উদ্ধার

মমতাজুর রহমান: [২] বগুড়ার আদমদীঘির সান্তাহারে একটি বাগান থেকে ফেরি করে কাপড় বিক্রি করা নারী ছালমা বেগমের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

[৩] ছালমা বগুড়ার ধুনট উপজেলার পার নাটাবাড়ি গ্রামের আব্দুল গফুরের মেয়ে। পুলিশ সোমবার দুপুরে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

[৪] পুলিশ ও স্থানিয় সূত্রে জানা যায়, ফেরি করে কাপড় বিক্রির জন্য বগুড়ার ধুনট থেকে গত ছয় বছর আগে আদমদীঘির সান্তাহারে আসেন স্বামী পরিত্যাক্তা নারী ছালমা বেগম। উপজেলার সান্তাহার পৌর শহরে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। সেই সাথে বিভিন্ন এলাকায় তিনি ফেরি করে কাপড় বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

[৫] সর্বশেষ সান্তাহার কলসা সোনার পাড়ায় দেলু নামের এক ব্যাক্তির বাসায় ভাড়া থাকতেন। হঠাৎ ব্যবসা মন্দা যাওয়ায় তিনি অর্থ সংকটে পড়েন। এ কারনে গত ৩ অক্টোবর নিরুপায় হয়ে বাসাটি ছেড়ে দেন। এতে করে মহাজন ফোন করে বকেয়া টাকার জন্য চাপ প্রয়োগ করেন। দিশেহারা হয়ে ছালমা ঘুরতে থাকেন বিভিন্ন স্বজনের বাড়িতে। কিন্তু তার কষ্টের কথা শুনেও কেউ সাহায্যের হাত বাড়ান নি। একপর্যায়ে রবিবার রাতে তার বোনের বাড়ি বগুড়া স্টেশন কলোনী এলাকা থেকে ছালমা পদ্মরাগ ট্রেনে সান্তাহার ফিরে আসেন।

[৬] এরপর সোমবার সকালে সান্তাহার পৌর শহরের প্রবাসীপাড়ার জনৈক টিটুর গরুর সেড সংলগ্ন বাগান থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

[৭] সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধরনা করা হচ্ছে অর্থসংকটে পড়ে তিনি বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়না তদন্ত রিপোর্ট এলে মৃত্যুর আসল কারন জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়