কামরুল হাসান মামুন: জান্নাতুল মাওয়া আইনানের এই লেখাটি ভীষণ চিন্তা উদ্রেককারী (thought provoking) তাই শেয়ার করলাম। পড়ে দেখুন। "আমি ধর্ম বিষয়টা ভালোবাসি|
ধর্ম পড়তে ভালোবাসি, ধর্ম নিয়ে ভাবতে ভালোবাসি| ধর্মীয় এবং সাংস্কৃতিক বৈচিত্র্য আনন্দ নিয়ে উপভোগ করি|
যখনই কোন ইন্টাররিলিজিয়াস ডায়ালগ বা কনফারেন্সে অংশ নেই প্রায়ই ধর্মপরিচয় প্রশ্নের উত্তরে আমি বলি, আমার ধর্ম হলো নির্যাতিতের ধর্ম, আমি মাইনরিটির ধর্মের লোক|
বাংলাদেশে আমি হিন্দুদের লোক, ভারতে মুসলিমদের লোক, আমেরিকায় আমি ন্যাটিভ আমেরিকানদের লোক|
লস এঞ্জেলসে শুক্রবারে যখন জুম্মার নামাজ শেষে লোকজনকে মাথায় টুপি আর হাতে জায়নামাজ নিয়ে হেটে যেতে দেখি, আমার ভালো লাগে| তেমনি বাংলাদেশে যখন ঢাকের শব্দ শুনি সেইটা দারুণ লাগে| ঢাকার আজান মাঝে মাঝে শব্দদূষণের মত মনে হতো| কিন্তু বেনারসে আর কলকাতায় সেই আজান শুনে দারুণ আনন্দ হয়েছিলো|
আমি সবসময় সবখানেই মাইনরিটির ধর্মের লোক| আমার সাথে হোয়াটেবাউটিজম খেলতে আসবেন না|" -Janntul Maoa Ainan