আসিফুজ্জামান পৃথিল: [২] শনিবার সকালে ৩ নভোচারী স্টেশনে পৌঁছান। দেশটির অধুনা মহাকাশ প্রকল্পে এটিকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে মনে করা হচ্ছে। সিএনএন
[৩] চীনের স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে শেনজু-১৩ নভোযানে করে স্টেশনের দিকে রওনা দেন এই ৩ জন। বিবিসি
[৪] বেইজিং সময় সকাল ৬টা ৫৬ মিনিটে স্পেস স্টেশনের কোর মডিউল তিনাহে ডক করে নভোযানটি। মোট ১৮৩দিন স্টেশনে অবস্থান ও নানান ধরণের কাজ করবে দলটি। এটি এখন পর্যন্ত দেশটির ইতিহাসের দীর্ঘতম মানুষ্য মিশন।
[৫] ৩ ক্রু হলেন ঝাই ঝিগাং, ওয়াং ইয়াপিং এবং ইয়ে গুয়ানফু। এই মিশনের কমান্ডার ঝাই।