শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ০৫:৪৮ বিকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ০৫:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আওয়ামী লীগে এখন অনেক অতিথি পাখি ভীড় করছে: ডেপুটি স্পিকার

আনোয়ার হোসেন: [২] জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সাঘাটা-ফুলছড়ি উপজেলার নদী ভাঙন কবলিত এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে যে অগ্রণী ভুমিকা রেখেছে অতীতে কোন সরকার তা করেনি। তিনি বলেন, যারা আওয়ামীলীগের আদর্শ পছন্দ করে না, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন মানে না তারা বর্তমান সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার চালায়।

[৩] তিনি আজ বৃহস্পতিবার গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক পথসভায় এসব কথা বলেন। এসময় সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল হুদা দুদু, যুবলীগের সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপনসহ জেলা উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

[৪] ডেপুটি স্পিকার বলেন, তৃণমূল নেতাকর্মীরা আওয়ামী লীগের প্রাণ। তাদের কারণেই দল আজ এতোদুর এগিয়েছে। আওয়ামী লীগে এখন অনেক অতিথি পাখি ভীড় করছে তাদেরকে প্রতিহত করতে হবে। দেশের সাধারণ মানুষের জীবন জীবিকার আজ অনেক উন্নতি হয়েছে। এছাড়া দেশের উন্নয়ন ও অবকাঠামোরও ব্যাপক পরিবর্তন ঘটেছে। এসব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বের কারণে।

[৫] ডেপুটি স্পিকার দীর্ঘদিন ভারতে উন্নত চিকিৎসার পর আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে নিজ নির্বাচনী এলাকায় প্রথম আসায় বোনারপাড়া কাজী আজাহার আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করলে হাজার হাজার মানুষ তাকে অভ্যর্থনা জানায়।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়