সুমাইয়া মিতু: [২] বৃহস্পতিবার আফগানিস্তানের প্রাদেশিক কর্মকর্তা জানান, দেশটির পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তালিবানের কুনার প্রদেশের শিগাল জেলার সাবেক কমান্ডারকে লক্ষ্য করে হামলাটি চালান হয়। এএফপি
[৩] কুনারের কেন্দ্রীয় হাসপাতালের এক চিকিৎসক জানান, আহতদের মধ্যে তালিবানের চার যোদ্ধা ও সাত বেসামরিক নাগরিক রয়েছেন। এখন পর্যন্ত বোমা হামলার দায় কেউ স্বীকার করেনি।
[৪] গত শুক্রবার আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে এক শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় প্রায় ১০০ মানুষের প্রাণহানি হয়। সাম্প্রতিক বড় ধরনের দুটি হামলার দায় নিয়েছিল আইএস-খোরাসান। বর্তমানে আফগানিস্তানের পূর্বাঞ্চলে আইএস-কে বেশ সক্রিয় রয়েছে। সম্পাদনা : খালিদ আহমেদ