শিরোনাম
◈ এবার যে ৩৯ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর করল ট্রাম্প ◈ আসন সমঝোতায় টানাপড়েন: সমমনাদের মন রাখতে হিমশিম জামায়াতে ইসলামী! ◈ এই নির্বাচনের কোন প্রয়োজন নেই, বিএনপির সাথে বসে তাদের সব আসন দিয়ে দেয়া হোক: হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ খালেদা জিয়া দেশের অর্থনৈতিক সমৃদ্ধির ভিত গড়েছিলেন : মির্জা ফখরুল ◈ এবার রাউজানে যুবদল নেতাকে নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফার হার, ছাঁটাই ও বেতন নিয়ে যা বললেন গভর্নর ◈ ক্রিকেট ইস্যুতে পা‌কিস্তা‌নের পর এবার বাংলাদেশ‌কে নি‌য়ে রাজনৈতিক টানাপোড়েন সৃ‌ষ্টি ক‌রে‌ছে ভারত ◈ নির্বাচনী প্রতীক বরাদ্দের আগে নির্বাচনি প্রচারণা করা যাবে না: ইসি ◈ গণভোট ৫ বছর পরপর হবে না, এতে কোনো প্রার্থীও নেই: ড. আলী রীয়াজ ◈ কুয়েত থেকে বের করে দেয়া হয়েছে প্রায় ৪০ হাজার প্রবাসীকে

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ০১:১২ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ০২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একক ইমেইজ গড়ার চেষ্টা করছেন বুবলী

ইমরুল শাহেদ: শাকিববিহীন বুবলীর প্রথম ছবি ‘চোখ’ মুক্তি পেয়েছে। এ ছবিতে তার বিপরীতে রয়েছেন নিরব ও রোশান। কিন্তু এই ছবিটি মুক্তির সময়েই শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান এক সাক্ষাৎকারে বলেছেন, তার চোখে সিয়াম ও আরেফিন শুভই সুপার স্টার। তাহলে নিরব ও রোশানকে নিয়ে এতো ব্যয়বহুল একটি ছবি তিনি নির্মাণ করলেন কেন? বুবলী ছবিটি নিয়ে আগেই সন্দেহ প্রকাশ করে বলেছিলেন, মহামারির এই সময়ে দর্শক কতোটা সিনেমা হলে আসবেন বুঝতে পারছি না। তবে দর্শক সিনেমা হলে গেলে ঠকবেন না।

এটি একটি ভালো গল্পের ছবি। কিন্তু প্রত্যাশা অনুসারে দর্শক সিনেমা হলে আসেননি। আগামী নবেম্বরের মাঝামাঝি সময় থেকে বড় বাজেটের ছবিগুলো মুক্তি পেতে শুরু করবে। এসব বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি বুবলী গায়েব হয়ে দীর্ঘদিন কোথায় ছিলেন, এই নিয়েও কথা বলেছেন। তিনি বলেছেন, ‘আমি আসলে নিখোঁজ হয়ে যাইনি। পূর্ব পরিকল্পনা অনুসারে আমি যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম। সেখানে গিয়ে হঠাৎ লকডাউনে পড়ে যাই। স্বাভাবিকভাবেই আমি নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারিনি। এই নিয়ে অনেক কথা হয়েছে।’ বিদেশে যাওয়ার সময় একটা দুর্নাম সঙ্গে নিয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এসব বিষয় নিয়ে কথা বলতে চাই না।

আমিতো আপনাদের সঙ্গেই আছি। এখানে বাস্তবকে লুকিয়ে রাখার কোনো সুযোগ নেই।’ বুবলী এখন বেশ ক’টি ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন। এর মধ্যে রয়েছে ‘রিভেঞ্জ’, ‘লিডার: আমিই বাংলাদেশ’ এবং আরো দুটি ছবি। প্রশ্ন হচ্ছে, ক্যারিয়ারের শুরু থেকে বুবলী কাজ করেছেন শাকিবের বিপরীতে। এই জুটির ১২টি ছবি মুক্তি পেয়েছে। আগামীতে আসবে ‘লিডার: আমিই বাংলাদেশ’। তিনি চেষ্টা করছেন নিজের একক ইমেইজ গড়ে তুলতে। এ যাত্রায় তিনি কতোটা সফল হবেন সেটাই দেখার বিষয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়