শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ০১:১২ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ০২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একক ইমেইজ গড়ার চেষ্টা করছেন বুবলী

ইমরুল শাহেদ: শাকিববিহীন বুবলীর প্রথম ছবি ‘চোখ’ মুক্তি পেয়েছে। এ ছবিতে তার বিপরীতে রয়েছেন নিরব ও রোশান। কিন্তু এই ছবিটি মুক্তির সময়েই শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান এক সাক্ষাৎকারে বলেছেন, তার চোখে সিয়াম ও আরেফিন শুভই সুপার স্টার। তাহলে নিরব ও রোশানকে নিয়ে এতো ব্যয়বহুল একটি ছবি তিনি নির্মাণ করলেন কেন? বুবলী ছবিটি নিয়ে আগেই সন্দেহ প্রকাশ করে বলেছিলেন, মহামারির এই সময়ে দর্শক কতোটা সিনেমা হলে আসবেন বুঝতে পারছি না। তবে দর্শক সিনেমা হলে গেলে ঠকবেন না।

এটি একটি ভালো গল্পের ছবি। কিন্তু প্রত্যাশা অনুসারে দর্শক সিনেমা হলে আসেননি। আগামী নবেম্বরের মাঝামাঝি সময় থেকে বড় বাজেটের ছবিগুলো মুক্তি পেতে শুরু করবে। এসব বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি বুবলী গায়েব হয়ে দীর্ঘদিন কোথায় ছিলেন, এই নিয়েও কথা বলেছেন। তিনি বলেছেন, ‘আমি আসলে নিখোঁজ হয়ে যাইনি। পূর্ব পরিকল্পনা অনুসারে আমি যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম। সেখানে গিয়ে হঠাৎ লকডাউনে পড়ে যাই। স্বাভাবিকভাবেই আমি নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারিনি। এই নিয়ে অনেক কথা হয়েছে।’ বিদেশে যাওয়ার সময় একটা দুর্নাম সঙ্গে নিয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এসব বিষয় নিয়ে কথা বলতে চাই না।

আমিতো আপনাদের সঙ্গেই আছি। এখানে বাস্তবকে লুকিয়ে রাখার কোনো সুযোগ নেই।’ বুবলী এখন বেশ ক’টি ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন। এর মধ্যে রয়েছে ‘রিভেঞ্জ’, ‘লিডার: আমিই বাংলাদেশ’ এবং আরো দুটি ছবি। প্রশ্ন হচ্ছে, ক্যারিয়ারের শুরু থেকে বুবলী কাজ করেছেন শাকিবের বিপরীতে। এই জুটির ১২টি ছবি মুক্তি পেয়েছে। আগামীতে আসবে ‘লিডার: আমিই বাংলাদেশ’। তিনি চেষ্টা করছেন নিজের একক ইমেইজ গড়ে তুলতে। এ যাত্রায় তিনি কতোটা সফল হবেন সেটাই দেখার বিষয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়