মাহিন সরকার: [২] দুবাইয়ে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার সাথে হারার পর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ঘুরে দাড়াতে চাই বাংলাদেশ। মঙ্গলবার প্রথম প্রস্তুতি ম্যাচে লিটন দাশরা টসে জিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৪৭ রান করে।
[৩] জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হাতে রেখেই ১৯ ওভারে খেলা জিতে শ্রীলংকা।
[৪] প্রথম প্রস্তুতি ম্যাচ থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ঘুরে দাড়াতে চাই টাইগাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার ১৪ অক্টোবর দুবাইয়ে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আয়ারল্যান্ড অবশ্য তাদের প্রথম প্রস্তুতি ম্যাচে নামিবিয়া সাথে সহজ জয় পেয়েছে। বাংলাদেশ দল হিসিবে গুরুত্বের সাথেই দেখছে আয়ারল্যান্ডকে। যদিও ম্যাচটি নিচক প্রস্তুতি তবুও নিজেদের জালাই করে নেওয়ার সূবর্ন সুযোগ। দুবাইয়ে ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার দুপুর ৮টায়।