স্পোর্টস ডেস্ক : [২] ১৭ অক্টোবর থেকে ওমান এবং আমিরাতে শুরু হতে চলেছে আইসিসি টি-২০ বিশ্বকাপ। ইতিমধ্যেই একে একে সমস্ত দেশ আমিরাতে এসে পৌঁছেছে। কোয়ালিফাইং রাউন্ড থেকে শুরু করে মূল পর্বের খেলা সমস্তটাই আয়োজন করা হবে বায়ো বাবলের সুরক্ষার মধ্যে। জৈব সুরক্ষা বলয়ে যদি কোনও ধরনের সমস্যা হয়, তাহলে তার দায়িত্ব নেবে আইসিসি। এমনটাই জানিয়েছেন আইসিসির অন্তর্বর্তীকালীন সিইও জিওফ অ্যালারডাইস। - হিন্দুস্তানটাইম
[৩] জিওফ অ্যালারডাইস রোববার (১০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন। ক্রিকইনফো জানায়, আইসিসির তরফে ইতিমধ্যেই ইতিমধ্যেই মেডিক্যাল বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করেছে। যে কমিটিতে রয়েছেন বিসিসিআইয়ের ডাক্তার অভিজিৎ সালভি। আইসিসির আশঙ্কা, বায়ো বাবল থাকলেও করোনার ঘটনা ঘটতেই পারে। সেই ভাবেই নিজেদের প্রস্তুত করছে আইসিসি।