নারায়ণগঞ্জ প্রতিনিধি : [২] নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ফ্লাইওভারের নিচ থেকে শুক্রবার ভোরে অজ্ঞাতনামা (৩৫) এক য্বুকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
[৩] ভুলতা পুলিশ ফাড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, শুক্রবার ভোরে ফ্লাইভারের নিচে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রের করেছে।
[৪] স্থানীয়দের বরাত দিয়ে ইনচার্জ আরো জানান, নিহত যুবক মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। গত কয়েকদিন ধরে এখানে ঘুরাফেরা করতে দেখা গেছিল। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
[৫] এদিকে হৃদয় মিয়া (২১) নামে এক অটো চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে পূর্বাচলের ৭ নম্বর সেক্টরের পাঁচভাগের টেক নামক এলাকায় গলা কাটা এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
[৬] খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। পুলিশের ধারণা বৃহস্পতিবার রাতের যে কোন সময় দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করার পর অটোরিক্সাটি নিয়ে যায়। নিহত হৃদয় উপজেলার ভোলাব ইউনিয়নের টাওরা এলাকার টুকু মিয়ার ছেলে। সে ব্যাটারী চালিত অটোরিক্সার চালক ।
[৭] এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ বলেন, লাশ উদ্ধার করে নিহতের ছবি ফেসবুকে প্রকাশ করা হয়। পরে নিহতের পরিবার ছবি দেখে সনাক্ত করে লাশটি অটোচালক হৃদয়ের। এ ঘটনা মামলা হয়েছে।