আসিফুজ্জামান পৃথিল: [২] সরকারি টিভি স্টেশনে ক্যারিয়ার শুরু করা মারিয়া রেসা ১৯৮৭ সালে স্বতন্ত্রভাবে নিজের প্রোডাকশান কোম্পানি প্রোব প্রতিষ্ঠা করেন। জীবনের বেশিরভাগ সময় তিনি কাজ করেছেন সিএনএন ফিলিপাইনে। রেসাকে বর্তমান ফিলিপিনো প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের চরমতম সমালোচক মনে করা হয়।
[৩] ১৯৬৩ সালের ২ অক্টোবর ফিলিপাইনের ম্যানিলায় জন্মগ্রহণ করেন রেসা। তাকে পৃথিবীর ২৫ সেরা সাংবাদিকের একজন বলে স্বীকৃতী দিয়েছে রিপোর্টার্স উইদআউট বর্ডার্স।
[৪] তিনি দুটি বই লিখেছেন। দুটিই দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্রমবর্ধমান সন্ত্রাস বিষয়ে।
[৫] এছাড়াও প্রিন্সটন ও ফিলিপাইনের দিলিমান বিশ^বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন মারিয়া রেসা।