শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০২:১১ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাগমারায় ‘সিআইডি’ পরিচয়ে প্রতারণা, নারীসহ গ্রেপ্তার ৩

মারুফ হাসান: [২] রাজশাহীর বাগমারায় সিআইডির ভুয়া পরিচয়ে একটি প্রতিষ্ঠানে চাকরির আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নেওয়া তিন প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] বুধবার (৬ অক্টোবর) এক যুবকের অভিযোগের পরিপ্রেক্ষিতে মৌসুমী খাতুন (২৫), তার সহযোগী আশরাফুল ইসলাম (৪০) ও রাজু আহম্মেদ (৪২) এই  ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

[৪] পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার মৌসুমী খাতুন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর গ্রামের মো. তাজাম্মুল হকের মেয়ে। আশরাফুল ইসলাম রাজশাহীর দরগাপাড়ার আব্দুস সাত্তারের ছেলে ও রাজু আহম্মেদ দামকুড়া উপজেলার নতুন কশবা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

[৫] বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাক আহমেদ জানান, দেশ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কোম্পানি লিমিটেড নামে একটি ভুয়া প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে মৌসুমী, আশরাফুল ও রাজু নামের তিন প্রতারক বাগমারার তাহেরপুর এলাকার বেশকিছু বেকার যুবকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। নিজেদের গ্রহণযোগ্যতা পেতে ও মানুষকে ভয় দেখানোর জন্য তারা গোয়েন্দা সংস্থা সিআইডির পরিচয় দিতেন।

[৬] তিনি আরো বলেন, খোঁজ নিয়ে জানা গেছে প্রতারক চক্রটি ১০ জনকে ওই অফিসে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তার মধ্যে ৫ জনের নিকট থেকে নগদ ১০ হাজার করে টাকা নিয়েছে। বাকি ৫ জনের নিকট থেকে আরও ১০ হাজার টাকা করে নেওয়ার কথা ছিল। তবে তাদের আচরণে সন্দেহ হওয়ায় মুরাদ হোসেন নামে এক যুবক পুলিশকে খবর দেন। খবর পেয়ে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়। মুরাদ হোসেন বাদী হয়ে বুধবার সন্ধ্যায় বাগমারা থানায় তাদের বিরুদ্ধে প্রতারণার একটি মামলা দায়ের করেছেন।

[৭] মামলার বাদী মুরাদ হোসেন বলেন, আমরা চাকরি পাবার আশায় তাদের বিশ্বাস করেছিলাম। দেশ ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড একটি এনজিও ধরনের সংস্থা বলে তারা দাবি করেছিল। তবে তাদের কথায় সন্দেহ হওয়ায় আমরা পুলিশকে জানায়।

[৮] ওসি মোস্তাক আহম্মেদ বলেন, তাদের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না জানতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়