শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০৬:৪০ বিকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৬:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুয়াকাটায় আনসার সদস্যের উপর ছিনতাইকারীদের ছুড়িকাঘাত

জাকারিয়া জাহিদ: [২] কুয়াকাটায় ছিনতাইকারীদের হামলায় রনি হাওলাদার (২৫) নামের এক আনসার সদস্য গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) রাত আটটার দিকে কুয়াকাটার লতাচপলী ইউনিয়নের আমখোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

[৩] স্থানীয় ও তার সহকর্মীরা রনি হাওলাদারকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কলাপাড়া হাসপাতালে রেফার করেন। পরে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়।

[৪] রনি ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার দীপপাশা গ্রামের শাহআলম হাওলাদারের ছেলে। সে লতিচাপলী ইউনিয়নে অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনে কর্মরত আনসার সদস্য।

[৫] স্থানীয় ও তার সহকর্মীদের সূত্রে জানা যায়, রনি রাত আটটার দিকে কুয়াকাটার একটি এটিম বুথ থেকে বেতন টাকা তুলে ভ্যানযোগে সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। পরে আমখোলাপাড়া এলাকায় পৌঁছলে সড়ক খারাপ হওয়ায় তিনি ভ্যান থেকে নেমে মোবইলে কথা বলতে বলতে পায়ে হেটে যাচ্ছিল।

[৬] এসময় অপর দিক থেকে আসা একটি মটোরসাইকেলে থাকা এক যুবক তার মোবাইল ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মোটরসাইকেলে চার যুবক ছিলো বলে জানা গেছে। পরে তিনি তাদের বাধা দেয়ার চেষ্টা করলে তার গলায় ও বুকে ছুড়ি দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা।

[৭] এতে তার গলার ডান অংশ এবং বুকের বাম পাজরে মারাত্মক জখম হয়। এসময় তার সাথে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায় বলে জানা যায়। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে আসে।

[৮] মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, আনসার সদস্যের উপর হামলাকারীদের শনাক্তপূর্বক গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়