শিরোনাম
◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত ◈ ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে কেবল দুধেল গাভী হিসেবে দেখেন ◈ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ◈ নারী বিশ্বকাপ কাবা‌ডি‌তে চাই‌নিজ তাই‌পের কা‌ছে হে‌রে গে‌লো ইরান

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০৬:৪০ বিকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৬:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুয়াকাটায় আনসার সদস্যের উপর ছিনতাইকারীদের ছুড়িকাঘাত

জাকারিয়া জাহিদ: [২] কুয়াকাটায় ছিনতাইকারীদের হামলায় রনি হাওলাদার (২৫) নামের এক আনসার সদস্য গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) রাত আটটার দিকে কুয়াকাটার লতাচপলী ইউনিয়নের আমখোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

[৩] স্থানীয় ও তার সহকর্মীরা রনি হাওলাদারকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কলাপাড়া হাসপাতালে রেফার করেন। পরে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়।

[৪] রনি ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার দীপপাশা গ্রামের শাহআলম হাওলাদারের ছেলে। সে লতিচাপলী ইউনিয়নে অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনে কর্মরত আনসার সদস্য।

[৫] স্থানীয় ও তার সহকর্মীদের সূত্রে জানা যায়, রনি রাত আটটার দিকে কুয়াকাটার একটি এটিম বুথ থেকে বেতন টাকা তুলে ভ্যানযোগে সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। পরে আমখোলাপাড়া এলাকায় পৌঁছলে সড়ক খারাপ হওয়ায় তিনি ভ্যান থেকে নেমে মোবইলে কথা বলতে বলতে পায়ে হেটে যাচ্ছিল।

[৬] এসময় অপর দিক থেকে আসা একটি মটোরসাইকেলে থাকা এক যুবক তার মোবাইল ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মোটরসাইকেলে চার যুবক ছিলো বলে জানা গেছে। পরে তিনি তাদের বাধা দেয়ার চেষ্টা করলে তার গলায় ও বুকে ছুড়ি দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা।

[৭] এতে তার গলার ডান অংশ এবং বুকের বাম পাজরে মারাত্মক জখম হয়। এসময় তার সাথে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায় বলে জানা যায়। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে আসে।

[৮] মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, আনসার সদস্যের উপর হামলাকারীদের শনাক্তপূর্বক গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়