শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০৯:৩৬ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ০৯:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে পৃথক অভিযানে দেড় লাখ ইয়াবাসহ আটক ৬

কায়সার হামিদ মানিক: [২] কক্সবাজারের টেকনাফে বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ইঞ্জিন চালিত ফিশিং ট্রলারসহ দেড় লাখ ইয়াবার চালান জব্দ করেছে। এসময় মাদক পাচারে জড়িত ৬জনকে আটক করা হয়েছে।

[৩] ৫ অক্টোবর (মঙ্গলবার) দুপুর সোয়া ১টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের চিত্তবিনোদন কক্ষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আনুষ্ঠানিক লিখিত বক্তব্যে ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিএসসি) পৃথক অভিযানের চিত্র তুলে ধরেন। এসময় উপাধিনায়ক লে: এম মুহতাসিম বিল্লাহ (শাকিল), মেজর রুবায়েত উপস্থিত ছিলেন।

[৪] ব্যাটালিয়ন অধিনায়ক জানান, ৫অক্টোবর (সোমবার) রাতের প্রথম প্রহরের দিকে দমদমিয়া বিওপির জওয়ানেরা গোপন সংবাদের ভিত্তিতে জাদিমোরা স্কুলের বিপরীতে মৃত সোলতান আহমদের পুত্র মোঃ করিম (২৭) এর বসত-বাড়ি তল্লাশীকালে বাড়ির ফলস সিলিংয়ে অভিনব কায়দায় ফিটিং করা ১কোটি ৮০লক্ষ টাকা মূল্যমানের ৬০হাজার পিস ইয়াবা, ১টি কিরিচসহ বাড়ির মালিক মোঃ করিমকে আটক করা হয়।

[৫] অপরদিকে গত ৪ অক্টোবর দুপুর আড়াইটারদিকে শাহপরীরদ্বীপ বিওপির দক্ষিন-পূর্ব মিস্ত্রীপাড়া ঘাট দিয়ে মাদকের চালান খালাসের সংবাদ পেয়ে বিশেষ টহল দল একটি সন্দেহভাজন ইঞ্জিন চালিত ফিশিং নৌকা তল্লাশী করে। এক পর্যায়ে ইঞ্জিন চালিত ফিশিং ট্রলারের তৈলের টাংকির ভেতর অভিনব কায়দায় ফিটিং করা ২কোটি ৭০লক্ষ টাকা মূল্যমানের ৯০হাজার পিস ইয়াবা, ইঞ্জিন নৌকা ও ৫শ কেজি জালসহ শাহপরীর দ্বীপ মাঝের পাড়ার মৃত শাহ আলমের পুত্র মোঃ শামসুল আলম (২৫), উত্তর পাড়ার মোঃ হাছনের পুত্র মোঃ আক্তার হোছন (৩৫), হাজী পাড়ার মোঃ কালা মিয়ার পুত্র মোঃ হোসেন (২৮), ২৬নং মোচনী রোহিঙ্গা ক্যাম্পের মৃত আহমদ হোছনের পুত্র মোঃ জমির হোসেন (৫০) এবং ১৮নং বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মৃত বশির আহমদের পুত্র মোঃ কেফায়েত উল্লাহ (৩০) কে আটক করা হয়।

[৬] তিনি আরো জানান, এই ব্যাপারে পৃথক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর মাদকের চালানসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর এবং ইঞ্জিন চালিত ফিশিং ট্রলার ও জাল শুল্ক স্টেশনে জমা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়