মাসুদ আলম : [২] সোমবার রাতে নেত্রকোনা থেকে রোদসী এস্টিলা ও গৃহকর্মী মেরিলা এবং ঢাকার সদরঘাট এলাকা থেকে জামিয়া পল্লবী ও জাকিয়াকে উদ্ধার করা হয়। তবে পল্লবী থেকে নিখোঁজ ৩ তরুণীর এখনো সন্ধান মেলেনি।
[৩] মিরপুর মডেল থানার ওসি বলেন, উদ্ধার হওয়া মধ্যে দুই জন নিখোঁজ হয় ২৯ সেপ্টেম্বর মিরপুরের আনসার ক্যাম্প এলাকা থেকে নিখোঁজ হয় জাকিয়া ও জামিয়া পল্লবী। ৩ অক্টোবর মিরপুরের জনতা হাউজিংয়ের একটি বাসা থেকে নিখোঁজ হয় রোদসী এস্টিলা ও গৃহকর্মীকে। এস্টিলা ও ম্যারিলাকে প্রেমিকার সঙ্গে পালিয়েছিল। বাকি দুজনকে উদ্ধার করেছে ডিবি। তাদের ব্যাপারে এখনও সুস্পষ্ট কিছু জানা যায়নি।
[৪] রোদসীর মা পরের দিন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেখানে বলা হয়, তার ১৪ বছরের মেয়ে ও ১৩ বছরের গৃহকর্মী ওই দিন বিকেলে বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেনি।
[৫] অপর দুজনেই প্রতিবেশী। এ ঘটনায় এক শিশুর মা থানায় জিডি করেছেন। তিনি বলেন, কলম কেনার কথা বলে বাসা থেকে বের হয় ।