শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০৮:৫৫ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারের এক উপজেলায় ২১ মাসে পানিতে ডুবে ১২২ শিশুর মৃত্যু

আয়াছ রনি: [২] অভিভাবকরা শিশুদের প্রতি সচেতন বা যত্নশীল না থাকায় একটি উপজেলায় এতগুলো শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেল। এঘটনা পুরো জেলার মানুষকে ভাবিয়ে তুলেছে। এখন সময়ের দাবি প্রচার প্রকাশনার মাধ্যমে অভিভাবকদের শিশুদের প্রতি যত্নবান করা। যাতে আর একটি শিশু পানিতে ডুবে না মরে।

[৩] কক্সবাজারে কুতুবদিয়া উপজেলায় ২০২০ সাল থেকে ২১ সালের ৩ অক্টোবর পর্যন্ত ২১ মাসে পুকুরের পানিতে ডুবে ১২২ শিশুর মৃত্যু হয়েছে। অভিভাবকদের অসচেতনতার কারণে ২০ সালে প্রায় ৮০ এবং ২০২১ সালের ৩ অক্টোবর পর্যন্ত ৪২ জন শিশুর মৃত্যুর ঘটনা ঘটে ।

[৪] স্থানীয়রা জানান, পরিবারের অভিভাবকদের অসচেতনতা ও অধিকাংশ বাড়ির পাশে বড় বড় পুকুর থাকার কারণে শিশুর মৃত্যু যেন থামছেই না।

[৫] উত্তর কৈয়ারবিল ইউনিয়নের গত ১ অক্টোবর পুকুরের পানিতে ডুবে মৃত শিশু সুমাইয়া আক্তারের চাচা নাছির উদ্দীন জানান, তার বড় ভাইয়ের কন্যা শিশু সুমাইয়া বাড়ির উঠানে খেলতে গিয়ে পাশের একটি পুকুরে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শিশু সন্তানদের এরকম ঘটনা থেকে উত্তরণের জন্য সবাইকে সচেতন হতে হবে। তবে, কোনো বাবা-মা তাদের শিশু সন্তানকে বাড়ীর উঠানে খেলতে দিলে একটু নজরে রাখার অনুরোধ করেন।

[৬] কুতুবদিয়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জহিরুল ইসলাম জানান, শিশুদের বিশেষ গুরুত্ব দিয়ে নজরে রাখার দায়িত্ব বাবা-মা সহ পরিবারের সকল সদস্যদের ভূমিকা থাকতে হবে। যাদের বাড়ির আশেপাশে পুকুর, ডোবা-নালা রয়েছে। তারা যেন শিশুদের বাড়ীতে একা ফেলে না যায়। বাবা-মা সচেতন হলেই পানিতে ডুবে শিশুর মৃত্যু অনেকাংশেই কমে যাবে।

[৭] এব্যাপারে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, উপজেলায় গত ২০২০ সাল থেকে এপর্যন্ত পুকুরের পানিতে ডুবে ১২২ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে ২০২০ সালে প্রায় ৮০, এবং ২০২১ সালে ৩ অক্টোবর পর্যন্ত ৪২ জন শিশুর মৃত্যু হয়েছে।

[৮] এ ধরনের অস্বাভাবিক ঘটনা থেকে রেহাই পেতে প্রত্যেকটি পরিবারের বাবা-মা তাদের শিশু সন্তানদের গুরুত্ব সহকারে নজরে রাখতে হবে। বাড়ির আশেপাশে পুকুর ডোবা-নালা থাকলে একা কোন শিশুকে বাড়ির উঠানে খেলতে না দেয়া। বাবা-মা একটু সচেতন হলেই পানিতে ডুবে শিশুর মৃত্যুর সংখ্যা কমবে বলেও মনে করেন তিনি।

[৯] এদিকে, প্রতিটি পাড়া মহল্লায় মসজিদ, মন্দিরসহ সরকারী ও বেসারকারী ভাবে শিশু ও অভিভাবকদের ওপর শিশুদের পথ চলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিদের্শনামুলক প্রচার-প্রচারণা চালাতে দাবি সচেতন মহলের। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়