শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২১, ০৮:৩৫ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ০৯:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিগত নির্বাচনে বিএনপি যে ভুল করেছে, তা আর করবে না: হাফিজ উদ্দিন

শিমুল মাহমুদ: [২] বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘এবার অন্য ধরনের বিএনপি দেখতে পাবেন। ঘরকুনো বিএনপি আর দেখা যাবে না।

[৩] রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সোমবার এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মো. ইবরাহিমের জন্মদিন উপলক্ষে এর আয়োজন করা হয়।

[৪] হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এবারের নির্বাচনে যথাসময়ে বিএনপির শীর্ষপর্যায় থেকে ডাক দেওয়া হবে, রাজপথ প্রকম্পিত হবে। এই সরকারকে নামানোর জন্য প্রত্যেককে রাজপথে নামতে হবে।

[৫] তিনি বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার না থাকলে বিএনপি তাতে অংশগ্রহণ করবে না। শুধু তাই নয়, অন্য কাউকেও নির্বাচনে যোগদানের সুযোগ দেওয়া হবে না।

[৬] গণতন্ত্র প্রতিষ্ঠার দায়িত্ব শুধু বিএনপির না। প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে। সব পেশাজীবীকে একত্রিত করতে হবে। বিএনপি অন্যান্য দলের সঙ্গেও যোগাযোগ করবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য একদফা আন্দোলনে হবে।’

[৭] বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মো. ইবরাহিম জানিয়েছেন, তার দল ২০ দলীয় জোটে থাকবে। তার আশা, জোট আরও শক্তিশালী হবে। তবে বিএনপিকে জোট ধরে রাখার জন্য যত্ন ও উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়