এএইচ রাফি : [২] ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দেলোয়ার হোসেন দিলু হত্যা মামলায় রায় আগামী ১২ অক্টোবর প্রদান করবে আদালত। ২০০৭সালের ফেব্রুয়ারিতে আখাউড়া উপজেলার বনগজ গ্রামে পূর্ব বিরোধের জের ধরে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। নিহত দেলোয়ার হোসেন দিলু ওই এলাকার বিলাল হোসেনের ছেলে। দীর্ঘ ১৪বছর পর এই হত্যা মামলায় রায় হতে যাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন বাদি মনির মিয়া।
[৩] বিষয়টি জানিয়ে নিশ্চিত করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী এপিপি মুজিবুর রহমান ভূইয়া।
[৪] আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১৪ ফেব্রুয়ারী বিকেলে পূর্ব বিরোধের জেরে স্থানীয় একটি স্কুল মাঠে প্রতিপক্ষের লোকজন দা দিয়ে কুপিয়ে দেলোয়ার হোসেন দিলু'কে রক্তাক্ত করেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে আখাউড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দিলুকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে শারীরিক অবস্থা অবনতি হলে রাজধানীতে নিয়ে যাওয়া হয়। ১৫ ফেব্রুয়ারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দিলু মৃত্যুবরণ করেন।
[৫] এই ঘটনায় ১৭ ফেব্রুয়ারী দেলোয়ার হোসেন দিলু'র চাচা মনির মিয়া বাদি হয়ে আখাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় একই এলাকার বাবুল মিয়াকে প্রধান করে ৫৩জনকে আসামী করা হয়।
মামলার তদন্ত শেষে ২০০৭সালের ১৭জুলাই আদালতে চার্টশিট প্রদান করে পুলিশ। মামলাটি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতে বিচারাধীন আছে।
[৬] এই মামলায় রাষ্ট্রপক্ষ বাদিসহ ১৯জনের সাক্ষী প্রদান করে এবং বিবাদি পক্ষ ৯জনের সাফাই সাক্ষী প্রদান করেন। দীর্ঘ যুক্তিতর্ক শেষে আগামী ১২অক্টোবর এই হত্যা মামলার রায় আদালত প্রদান করবেন।