শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২১, ১২:৪০ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিলু হত্যা মামলার রায় ১২ অক্টোবর

এএইচ রাফি : [২] ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দেলোয়ার হোসেন দিলু হত্যা মামলায় রায় আগামী ১২ অক্টোবর প্রদান করবে আদালত। ২০০৭সালের ফেব্রুয়ারিতে আখাউড়া উপজেলার বনগজ গ্রামে পূর্ব বিরোধের জের ধরে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। নিহত দেলোয়ার হোসেন দিলু ওই এলাকার বিলাল হোসেনের ছেলে। দীর্ঘ ১৪বছর পর এই হত্যা মামলায় রায় হতে যাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন বাদি মনির মিয়া।

[৩] বিষয়টি জানিয়ে নিশ্চিত করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী এপিপি মুজিবুর রহমান ভূইয়া।

[৪] আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১৪ ফেব্রুয়ারী বিকেলে পূর্ব বিরোধের জেরে স্থানীয় একটি স্কুল মাঠে প্রতিপক্ষের লোকজন দা দিয়ে কুপিয়ে দেলোয়ার হোসেন দিলু'কে রক্তাক্ত করেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে আখাউড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দিলুকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে শারীরিক অবস্থা অবনতি হলে রাজধানীতে নিয়ে যাওয়া হয়। ১৫ ফেব্রুয়ারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দিলু মৃত্যুবরণ করেন।

[৫] এই ঘটনায় ১৭ ফেব্রুয়ারী দেলোয়ার হোসেন দিলু'র চাচা মনির মিয়া বাদি হয়ে আখাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় একই এলাকার বাবুল মিয়াকে প্রধান করে ৫৩জনকে আসামী করা হয়।
মামলার তদন্ত শেষে ২০০৭সালের ১৭জুলাই আদালতে চার্টশিট প্রদান করে পুলিশ। মামলাটি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতে বিচারাধীন আছে।

[৬] এই মামলায় রাষ্ট্রপক্ষ বাদিসহ ১৯জনের সাক্ষী প্রদান করে এবং বিবাদি পক্ষ ৯জনের সাফাই সাক্ষী প্রদান করেন। দীর্ঘ যুক্তিতর্ক শেষে আগামী ১২অক্টোবর এই হত্যা মামলার রায় আদালত প্রদান করবেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়