আমিরুল ইসলাম : [৩] আগামী ৮ অক্টোবর শুক্রবার সিএনপি : এনএসআই- এডি, রিসার্চ এবং ফিল্ড অফিসার, অ্যাসিস্টেন্ড প্রোগ্রামার, সিএএবি- একাউন্টস অফিসার, বিআরইবি- এডি, তিতাস গ্যাস- এ এম জেনারেল), বিসিএসআইআর, ডিএই, জালালাবাদ গ্যাস- এজিএম, জাতীয় জাদুঘর, বিপিডিবি, নন ক্যাডার, সাধারণ বীমা কর্পোরেশন ও বাংলাদেশ গ্যাস ফিল্ডসহ মোট ১২ টি সংস্থার নিয়োগপরীক্ষা। একই শিক্ষার্থী একাধিক আবদেন করায় তাদের খরচ হয়েছে ৩০০০-৩৫০০ টাকা।
[৪] ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, একই দিনে একাধিক নিয়োগ পরীক্ষা দিতে চাকরিপ্রত্যাশীরা তো নিজেকে বিভিন্নভাগে ভাগ করতে পারে না। একজন শিক্ষার্থীর ৩০০০-৩৫০০ টাকা অনেক কষ্টের। নিয়োগকর্তৃপক্ষের একটু বিবেচনা থাকা উচিত। অগণতান্ত্রিক এবং সম্পূর্ণ গণবিরোধী পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষগুলো। সমন্বয় করে পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করা উচিত।
[৫] অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সরকারি সংস্থাগুলো বেকার শিক্ষার্থী বিশেষ করে দরিদ্র পরিবারের সন্তানদের কথা তাদের চাকরিজীবনে হয়তো ভুলেই যায়। এটা একেবারেরই অনুচিত এবং অত্যন্তদুঃজনক। প্রজাতন্ত্রের বেকার ছেলেমেয়েদের স্বার্থে অতিদ্রুত সমন্বয় করে পরীক্ষার তারিখ এবং সময় পুনঃনির্ধারণ করা অত্যন্ত জরুরি।