শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০১:৪৬ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে স্টেজ শো করতে গিয়ে আহত ‘মানিকে মাগে হিথে’-খ্যাত ইয়োহানি

বিনোদন ডেস্ক : গত ৩০ সেপ্টেম্বর ভারতের গুরুগ্রামে ছিল ‘মানিকে মাগে হিথে’-খ্যাত সিংহলি গায়িকা-র‌্যাপার ইয়োহানির প্রথম কনসার্ট। সেখানে গাইতে গিয়ে এবার বেশ জখম হতে হলো তাকে। চোখের নিচ দিয়ে আঘাতটা স্পষ্ট। কেটে গেছে গালও।

আজ (২ অক্টোবর) নিজেই সোশ্যাল মিডিয়ায় জানালেন সে কথা। বললেন, ‘স্টেজ শো করতে গিয়ে একটি দুর্ঘটনাটা ঘটে। তখন এতটাই উত্তেজিত ছিলাম, গানের মধ্যে ডুবে গিয়েছিলাম যে, গিটারের মাথায় মুখ ঠুকে ফেলি। যার জেরে মুখে চোট পাই। কিন্তু এতটা আঘাত লেগেছে, সেটা প্রথমে বুঝতে পারিনি। তাই যা হওয়ার তাই হয়েছে।’

নিজের বর্তমান অবস্থার ছবি পোস্ট করে ইয়োহানি আরও বলেন, ‘আমাদের সঙ্গে কী হবে তা কাজের ওপর নির্ভর করে। আমরা যেভাবে চলি, জীবনও সেভাবেই চলে। যতটা জোরে আমরা ধাক্কা দিই, উলটে যাই, উড়ান নিই কিংবা যুদ্ধ থামিয়ে দিই, জীবন সেভাবেই বাঁক নেয়। তবে আমাদের এই ক্ষত, যুদ্ধ এবং ভুলগুলোকে বুঝতে সাহায্য করে।’টুইটারে এই ছবিটি পোস্ট করেছেন ইয়োহানি

আহত হলেও গান যে থামাচ্ছেন না, তাও জানিয়ে দিলেন। ভারতেই আরও একটি কনসার্টে গাইবেন তিনি। আগামীকাল (৩ অক্টোবর) হায়দরাবাদের গাছিবাওলি এলাকার একটি কফিশপে লাইভ শো রয়েছে তার।

উল্লেখ্য, নতুন এ সোশ্যাল তারকার পুরোনাম ইয়োহানি ডিলোকা ডি সিলভা। জন্ম শ্রীলংকায়। বাবা সেনা কর্মকর্তা আর মা বিমানসেবিকা। বিজ্ঞান নিয়ে আগ্রহ থাকলেও পড়াশোনা করেছেন লজিস্টিক ম্যানেজমেন্টে। তার গাওয়া ‘মানিকে মাগে হিথে’ শ্রীলঙ্কা ছাড়াও ভারত-বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় হয়। বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন থেকে শুরু করে অনেকেই গানটি শেয়ার করেছেন তাদের সোশ্যাল হ্যান্ডেলে।

সুর-সংগীত করার পাশাপাশি ইয়োহানি সংগীত প্রযোজকও। পেয়েছেন একাধিক পুরস্কার। নিজ দেশ শ্রীলংকায় তাকে বলা হয় র‌্যাপ কুইন। সম্প্রতি বলিউড ছবি ‘শিদ্দাত’র টাইটেল ট্র্যাক গেয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়