কামরুল হাসান মামুন, ফেসবুক থেকে, ডিজিটাল বাংলাদেশের মোবাইল ইন্টারনেট গতি বিশ্বের ১১০টি দেশের মধ্যে ১০৩-তম। আগের বছরের চেয়ে বাংলাদেশের অবস্থান ২৫ ধাপ নিচে নেমে গেছে। শুধুই কি তাই আমরাতো আন্তর্জাতিক মেধাস্বত্ব সংস্থার ২০১৯ সালের উদ্ভাবন সূচকে দক্ষিণ এশিয়ার মধ্যে একবারে তলানিতে। এমনকি নেপালের অবস্থানও আমাদের ওপরে!! What a shame!
এদিকে গ্লোবাল নলেজ ইনডেক্সে ১৩৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১২! সেই ইনডেক্সে ভিয়েতনামের অবস্থান ৬৬, ভারতের অবস্থান ৭৭, শ্রীলংকার অবস্থান ৮৭, ভুটানের অবস্থান ৯৪, আফ্রিকার রুয়ান্ডার অবস্থান ৯৯, আফ্রিকার ঘানার অবস্থান ১০১, নেপালের অবস্থান ১১০, পাকিস্তান ১১১ তারপরই বাংলাদেশ।
শিক্ষায় তিল পরিমান বিনিয়োগ করে তাল পরিমান উন্নয়ন প্রচার করলেই উন্নয়ন হয় না। বরং এতে আমাদের বলদামিরই প্রকাশ ঘটে। অথচ শিক্ষক হিসাবে আমি জানি আমাদের শিক্ষার্থীরা কত মেধাবী। এদের সঠিকভাবে পরিচর্যা করলে আমরা খুব দ্রুত সত্যিকারের উন্নয়ন ঘটাতে সক্ষম হবো। এর জন্য প্রথমে মানব উন্নয়নে শিক্ষায় বিপুল বরাদ্দ দিতে হবে। দেশে আন্তর্জতিক মানের শিক্ষা ব্যবস্থা চালু করতে শিক্ষা প্রতিষ্ঠান থেকে দলান্ধতা দূর করতে হবে যাতে শিক্ষার্থী এবং শিক্ষকরা দলান্ধ রাজনীতি করে তাদের মূল্যবান সময়ের অপচয় না ঘটায়।