শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২১, ১০:৪৩ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২১, ০১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৮৫ বছর বয়সী হাফেজার স্নাতক ডিগ্রি লাভ

ডেস্ক রিপোর্ট: ৮৫ বছর বয়সে স্নাতক সম্পন্ন করে সবাইকে চমকে দিয়েছেন এক ফিলিস্তিনি নারী। তিন বছর আগে তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন। কাফর বারা শহরের দ্য অ্যাকাডেমিক সেন্টার ফর ইসলামিক স্টাডিজ কলেজ থেকে তিনি ইসলামিক স্টাডিজে স্নাতক করেন। সমাবর্তন অনুষ্ঠানে গাউন পরা ছবি প্রকাশ পেলে সবাই তাঁর দৃঢ় মনোবলের প্রশংসা করেন। কালের কণ্ঠ

এর আগে ৭৫ বছর বয়সে তিনি পবিত্র কোরআন হিফজ করেছিলেন। অধ্যবসায়ী ও দৃঢ়প্রত্যয়ী নারী জিহাদ বাত্তু উম্মে সুহাইল ইসরায়েলের অধিকৃত নাজারেত শহর-নিবাসী।

১৯৪৮ সালে নাকাবার ঘটনার সময় তিনি পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এরপর আর পড়ার টেবিলে বসা হয়নি। অতঃপর ৭৩ বছর পর ফের পড়াশোনা শুরু করেন। দীর্ঘ পরিশ্রমের পর পবিত্র কোরআন হিফজ করেন।

এক বক্তব্যে উম্মে সুহাইল বলেন, ‘আমি খুব পরিশ্রমী ছিলাম। কিন্তু তখনকার পরিস্থিতি ছিল খুবই কঠিন। আমার মা অসুস্থ হয়ে পড়েন। ফলে আমার লেখাপড়া সম্পন্ন করা সম্ভব হয়নি।’ জ্ঞানার্জনের প্রতি সবাইকে উৎসাহ দিয়ে বলেন, ‘দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করুন। আমি সবাইকে বলি, আপনি শিখতে থাকুন। নিজের বয়স নিয়ে কখনো লজ্জিত হবেন না; বরং সামনের দিকে তাকিয়ে এগিয়ে যান। মানুষ কী বলছে তাতে মনোযোগ দেবেন না।’

তিনি আরো বলেন, ‘কেউ প্রশ্ন করলে আমি সব সময় এ উত্তর দিই যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শিখতে হবে। সব প্রশংসা মহান আল্লাহর। আমি যে উপাধির স্বপ্ন দেখতাম তা পেয়েছি। মহান আল্লাহর গ্রন্থ থেকে জীবনগঠনের শিক্ষা নিয়ে সমাজের সবচেয়ে উপকারী ব্যক্তি হিসেবে অবদান রাখব।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়