শিরোনাম
◈ এমপিদের পেনশন, গাড়ি কেনা নিয়ে ক্ষেপল এশিয়ার আরেক দেশের জেন-জি ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী ◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২১, ০২:১১ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২১, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অধ্যাপক ড. কামরুল হাসান মামুন: বাংলাদেশের শিক্ষার সবকিছু অপরিকল্পিত

অধ্যাপক ড. কামরুল হাসান মামুন : ঢাকা বিশ্ববিদ্যালযের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় আরও ১৫টি আসন বাড়ানো হয়েছে। ফলে সব মিলিয়ে এবার পাঁচটি ইউনিটে মোট ৭ হাজার ১৪৮ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন। ভারতে অনেকগুলো আইআইটি আছে এর মধ্যে সেরা আইআইটি হলো আইআইটি-মাদ্রাজ। সেই প্রতিষ্ঠানটির মোট শিক্ষার্থীর সংখ্যা হলো ১,৭২৬ জন। আর আমরা ১ বছরেই শুধু অনার্সই ৭১৪৮ জন শিক্ষার্থী ভর্তি করি। এই ১,৭২৬ জন শিক্ষার্থী নিয়ে গঠিত প্রতিষ্ঠানটির চলমান বাজেট প্রায় ১ হাজার কোটি রুপি বা প্রায় ১,২০০ কোটি টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা হলো ৩৫ হাজারের মতো যা আইআইটি-মাদ্রাজের ২০ গুণেরও বেশি। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট কতো জানেন? বড়জোর ৮০০ কোটি টাকা। পার্থক্য বুঝতে পারছেন?

এই স্বল্প বাজেট দিয়ে পড়াশোনা হবে? গবেষণা হবে? শিক্ষার্থীরা ভালো মানের থাকা খাওয়ার ব্যবস্থা হবে? এখানে গণরুম হবে নাতো কী হবে? সম্পূর্ণ অপরিকল্পিত। বাংলাদেশের শিক্ষার সবকিছু অপরিকল্পিত। আর জানেনকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা কতো? ২৮ লাখেরও বেশি। পৃথিবীতে দ্বিতীয় আরেকটি বিশ্ববিদ্যালয় পাবেন না। কোনো প্রকার মান বজায় না রেখে অপরিকল্পিতভাবে যা ইচ্ছে করে চলেছি। শিক্ষার মান নিয়ে সরকার কিংবা প্রশাসনের কারও কোনো প্রকার চিন্তা নেই। সার্টিফিকেট দিয়ে মুখ বন্ধ রাখাই যেন মূল উদ্যেশ্য। লেখক : শিক্ষক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ^বিদ্যালয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়