শিরোনাম
◈ বিমানবন্দরে জাপানি অপারেটর অনিশ্চিত, চট্টগ্রাম বন্দরে বিদেশী হাতে টার্মিনাল দেওয়ার প্রস্তুতি ◈ সময় থাকতে ইসরায়েলের বিপজ্জনক প্রবণতা রুখে দিন: আরবদের প্রতি বিশ্লেষকের সতর্কবার্তা ◈ ফেব্রুয়া‌রির নির্বাচনে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা নিয়ে নানা আলোচনা যে কারণে ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ম্যানচেস্টার সি‌টি‌কে হারা‌লো  অ্যাস্টন ভিলা ◈ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ শুরু হ‌চ্ছে আজ সন্ধ‌্যায়  ◈ সোমবার বিকা‌লে থাইল্যান্ডের মু‌খোমু‌খি হ‌বে  বাংলাদেশ নারী দল ◈ অবশেষে বেনাপোল-পেট্রাপোল বাণিজ্য স্বাভাবিক, ট্রাক চলাচলে নতুন সময়সীমা নির্ধারণ ◈ মূলধন ঘাটতির দুঃস্বপ্নে ব্যাংক খাত, আমানতকারীরা সবচেয়ে ঝুঁকিতে ◈ জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথে অগ্রসর হওয়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের ◈ যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্য চুক্তির রূপরেখায় একমত, টিকটক ও বিরল খনিজ রপ্তানিতেও সমঝোতা

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৯:০২ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৯:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেষ বলে অবিশ্বাস্য ছক্কা হাঁকিয়ে ম্যাচ টাই: শীর্ষে তামিমের গ্ল্যাডিয়েটর্স

রাহুল রাজ: [২] বিশ্বকাপের স্কোয়াড থেকে স্বেচ্ছ্বায় সরে গেলেও নেপালে এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) খেলতে গেছেন তামিম ইকবাল। বৃষ্টির কারণে এমনিতেই দুই ম্যাচে ব্যাট করতে পারেননি, পরের দুটি ম্যাচে সুযোগ পেলেও ভালো হয়নি অভিজ্ঞতা। বিরাটনগর ওয়ারিয়র্সের বিপক্ষে ১২ রানের ইনিংসের পর আজ (বৃহস্পতিবার) ললিতপুর প্যাট্রিয়টসের বিপক্ষে করেছেন ১৪ রান।

[৩] নিজেকে ফিরে পাওয়ার মিশনে তামিম ব্যর্থ হলেও তার দলের হার বাঁচিয়েছেন উপুল থারাঙ্গা। শ্রীলঙ্কান ব্যাটসম্যানের অপরাজিত হাফসেঞ্চুরিতে শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ হয় টাই-এ। নেপালের কীর্তিপুরে ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে সানদুন ভিরাক্কোডি হাফসেঞ্চুরিতে ললিতপুর ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান করে।

[৪] জবাবে তামিমের ভাইরাহাওয়াও থারাঙ্গার ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে করে ১৭৭ রান। ফল নিষ্পত্তির জন্য সুপার ওভার হয়নি আলোর স্বল্পতার কারণে। তাই ম্যাচটি হয় টাই।

[৫] ১৭৮ রানের কঠিন লক্ষ্যে জিততে ওপেনিংয়ে ভালো শুরুর প্রয়োজন ছিল ভাইরাহাওয়ার। কিন্তু তামিম ও প্রদীপ আইরি শুরুটা ভালো করতে পারেননি। তামিমকে নিয়ে প্রত্যাশা থাকা স্বাভাবিক। যদিও বাংলাদেশি ওপেনার প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ।

[৬] আগের ম্যাচে ১২ রানে আউট হওয়ার পর আজ ১৪ রানে আউট হয়েছেন তামিম। ১৬ বলে ৩ চারে তামিম নিজের ইনিংসটি সাজিয়েছেন। তারপরও ভাইরাহাওয়াকে এতদূর নিয়ে আসার পেছনে বড় ভূমিকা থারাঙ্গার। এক পর্যায়ে ম্যাচ যখন টানটান উত্তেজনায় তখন শেষ বলে ৭ রান প্রয়োজন, ঠিক সে সময়েই ছক্কা হাকিয়ে টাই করেন থারাঙ্গা। ৪৪ বলে ৬ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৬৭ রানের ইনিংস খেলেছেন তিনি।

[৭] এর আগে সানদুন ভিরাক্কোডির হাফসেঞ্চুরিতে (৫৮) ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে ললিতপুর। ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়