সুজন কৈরী: [২] গণপিটুনি থেকে বাঁচতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে পুলিশের সহযোগিতা চায় এক নারী। কিন্তু পুলিশ গিয়ে দেখতে পায়, সহায়তা চোওয়া নারী ছিনতাইকারী। এক ব্যক্তিকে স্বামী পরিচয় দিয়ে তিনি ছিনতাই করে বেড়ান তিনি। পুলিশ তাকে উদ্ধার করে বাঁচালেও ছিনতাইকারী এই দম্পতিকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
[৩] বুধবার ৯৯৯ এর মিডিয়া কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে একজন নারী মুন্সীগঞ্জের গজারিয়ার জামালদি বাস স্ট্যান্ড থেকে ফোন করে জানান, কিছু লোক মিথ্যা চুরির অভিযোগে তাকে এবং তার স্বামীকে এলাকার আটকে মারধর করছে। ৯৯৯ বিষয়টি গজারিয়া থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলে। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
[৪] গজারিয়া থানার এসআই মাঈনুদ্দীন ৯৯৯ কে ফোনে জানান, ওই নারী এবং তার কথিত স্বামী দুইজনই পেশাদার অপরাধী। বিকেলের দিকে তারা একটি অটোরিকশা ভাড়া করে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে একটি নির্জন স্থানে অটো ড্রাইভার হৃদয়কে মারধর করে গাড়িটি নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। হৃদয় বিষয়টি ফোনে অন্য ড্রাইভারদের জানালে তারা ধাওয়া করে কথিত স্বামী-স্ত্রী ছিনতাইকারীদের আটক করে।
[৫] আটক ছিনতাইকারী সাথী আক্তার (২৫) এবং তার কথিত স্বামী নাজমুলকে (২৫) থানায় নেওয়া হয়েছে। তারা উভয়ই গজারিয়ার পুরান বাউসিয়ার অধিবাসী। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।