মাহিন সরকার: [২] চট্টগ্রামে জহুর আহমেদ স্টেডিয়ামে বাংলাদেশ ‘এ’ দল ও বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের মধ্যকার চার ম্যাচ ওয়ানডে সিরিজের মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় পেয়েছে ‘এ’ দল। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন মুমিনুল হকরা।
[৩] প্রথম ম্যাচে টসে হেরে আগে ব্যাট করে এইচপি দল। তানজিদ হাসান তামিম ৮১ ও শাহাদাত হোসেন দিপুর ৫১ অর্ধশতকে ২৪৭ রান সংগ্রহ করে এইচপি দল। জবাবে ইমরুল কায়েস ৬০ ও মুশফিকুর রহিমের ৭০* রানে ৪৭.৫ বলে ৪ উইকেট হারিয়ে জয় তোলে নেয় মুমিনুল হকের দল।
[৩] সংক্ষিপ্ত স্কোর:-
এইচপি দল: ২৪৭/১০ (৪৮.৫); তামিম ৮১, দীপু ৫১, জয় ৩৮, আকবর ২৮।
মোসাদ্দেক ৪/৩১, শহীদুল ২/৫০।
বাংলাদেশ এ দল: ২৫২/৪ (৪৭.৫); মুশফিক ৭০*, ইমরুল ৬০, মিঠুন ২৮*, মমিনুল ২৯, শান্ত ২৭, মোসাদ্দেক ২৪। সুমন খান ২/৫২।