শিরোনাম
◈ রাজধানীতে আরেক হত্যাকাণ্ড: কদমতলীতে ভাঙারি ব্যবসায়ী নিহত ◈ ঢাকা-১৭ এ তারেক রহমানের প্রার্থিতা: ভোটের মাঠে নতুন হিসাব ◈ পুশইন, হাদি হত্যা ও ভিসা সংকটে টানাপোড়েন: বাংলাদেশ–ভারত সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াল ◈ কোনো বাপের বেটা নেই আমাকে থামাতে পারে: রুমিন ফারহানা (ভিডিও) ◈ ভারতে বসে হাদি হত্যার নির্দেশ: অভিযোগপত্রে উঠে এলো কার কী ভূমিকা ◈ আবাসন ঋণের সর্বোচ্চ সীমা পুনর্নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক ◈ ভারত বা‌দে যেখানেই খেলা হোক, প্রস্তুত বাংলাদেশ দল ◈ পোস্টাল ব্যালটে ১৫ লাখ ভোটার, বদলে যেতে পারে নির্বাচনের সমীকরণ ◈ বিদেশি পর্যবেক্ষকদের খরচ বহনের ‘বৈষম্যমূলক’ সিদ্ধান্ত বাতিল চায় টিআইবি ◈ তারেক রহমানের সঙ্গে ইইউ দলের সাক্ষাৎ, যে আলোচনা হলো

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৪:১৮ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৪:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আনুষ্ঠানিক উদ্ধোধন হলো অভিবাসী তথ্যকেন্দ্রের

সুজন কৈরী: [২] আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো মাইগ্রেন্ট রিসোর্স সেন্টার বা অভিবাসী তথ্যকেন্দ্র। সোমবার এর উদ্বোধন করেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শহীদুল আলম। অনুষ্ঠানের শুরুতে অভিবাসী তথ্যকেন্দ্রের কার্যক্রম প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন মাইগ্রেন্ট রিসোর্স সেন্টারের বাংলাদেশের সমন্বয়কারী মাহাবুবুল আলম।

[৩] বাংলাদেশের অভিবাসী তথ্যকেন্দ্রগুলো ইউরোপীয় ইউনিয়ন এবং সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে পরিচালিত হচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় এগুলো কাজ করছে। বাংলাদেশে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে ২০২০ সালের মার্চ থেকে ঢাকা ও কুমিল্লায় অভিবাসী তথ্যকেন্দ্র চালু রয়েছে।

[৪] অভিবাসী তথ্যকেন্দ্রগুলো বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে অভিবাসীদের পাশাপাশি যারা অন্যান্য কাজের উদ্দেশে এবং উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশে যাওয়ার কথা বিবেচনা করছে, যারা বিদেশ থেকে প্রত্যাবর্তন করছে, তাদের নিরপেক্ষ, সময়োপযোগী এবং সঠিক তথ্য সরবরাহ করে।

[৫] ইমপ্রুভিং মাইগ্রেশন ম্যানেজমেন্ট (আইএমএম) প্রকল্পের আওতায় ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্ট (আইসিএমপিডি) বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইরাক এবং তাজিকিস্তানে অভিবাসী তথ্যকেন্দ্র চালু করছে।

[৬] উদ্বোধনী ভাষণে মহাপরিচালক শহীদুল আলম বলেন, অভিবাসী তথ্যকেন্দ্রসমূহ বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে তথ্য সরবরাহের জন্য ঢাকা ও কুমিল্লার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সঙ্গে যৌথভাবে কাজ করছে। এই উদ্যোগের মাধ্যমে মানব পাচার এবং অনিয়মিত অভিবাসন হ্রাস পাবে। আমরা আশা করি আইসিএমপিডি বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতেও আরও অভিবাসী তথ্যকেন্দ্র স্থাপন করবে।
বাংলাদেশের পক্ষ থেকে অভিবাসী তথ্যকেন্দ্র উদ্বোধনে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের প্রতিনিধি, সম্ভাব্য ও প্রত্যাগত অভিবাসী, দেশি বিদেশি বেসরকারি উন্নয়ন সংস্থা, এমআরসির ক্যাম্পাস অ্যাম্বাসেডর এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

[৭] এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আবু জাফর রিপন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব ড. নাশিদ রিজওয়ানা মনির, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি নুরুল কাদের, বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের প্রতিনিধি অনিন্দিত দত্ত, ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্টে (আইসিএমপিডি) সিল্ক রুটের আ লিক সমন্বয়কারী সেডেফ ডিয়ারিং, ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্টের (আইসিএমপিডি) সিনিয়র প্রজেক্ট ম্যানেজার গোল্ডা মিরা রোমা এবং আইসিএমপিডির কান্ট্রি কো-অর্ডিনেটর ক্যাপ্টেন ইকরাম হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়