শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৩২ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে ড্রেনে পড়ে নিখোঁজের ৫ ঘণ্টা পর কলেজছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস

আখিরুজ্জামান সোহান, রিয়াজুর রহমান রিয়াজ: [২] নগরীর আগ্রাবাদের বাদমতলী এলাকায় ড্রেনে পড়ে সেহরিন মাহমুদ সাদিয়া (২০) নামে কলেজ ছাত্রী নিখোঁজের ঘটনার ৫ ঘন্টা পর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার রাত ১০টার পর আগ্রাবাদ বাদামতলী মাজারের সামনে রাস্তার নালার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই তরুণী অসাবধানতাবসত নালায় পড়ে ময়লা আবর্জনার মধ্যে ডুবে যায়।

[৩] মৃত সাদিয়া (২০) নগরীর সদরঘাট ইসলামীয়া ডিগ্রী কলেজের ছাত্রী বলে জানা গেছে। তার বাড়ী নগরীর হালিশহর থানার বড়পুল মইন্যা পাড়া শুক্কুর মেম্বারের বাড়ি।

[৪] খবর পেয়ে আগ্রবাদ স্টেশন থেকে ফায়ার সার্ভিস ক্রেনের সাহায্যে উদ্ধার তৎপরতা শুরু করে।

[৫] বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নিউটন চাকমা বলেন, রাতে আগ্রবাদ মাজার গেইটের পাশের ড্রেনে  ২০ বছরের কিশোরী পড়ে যায়। এমন খবর পেয়ে সাথে সাথে আমাদের উদ্ধার টিম ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে।

[৬] প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামিয়া কলেজের ছাত্রী সাদিয়া তার মামার সাথে আগ্রাবাদ এলাকার একটি মার্কেট থেকে চশমা কিনে বাসায় ফিরছিলেন। এসময় ফুটপাত ধরে হাটার সময় তিনি পা পিছলে খোলা ড্রেনে পড়ে যান। তাকে উদ্ধারে সঙ্গে থাকা মামা ড্রেনে ঝাপ দিলেও তিনি ব্যর্থ হয়ে উঠে আসেন৷

[৭] ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, প্রায় দুই কিলো মিটার পর্যন্ত এ ড্রেন বারিক বিল্ডিং মোড় পর্যন্ত গেছে। কিছু জাগায় খোলা থাকলেও বেশিরভাগ স্থানে স্ল্যাব বসানো রয়েছে৷ এছাড়া পুরো ড্রেনজুড়ে ময়লাভর্তি। তাই নিখোঁজ কলেজ ছাত্রীকে উদ্ধারে বেগ পেতে হয়েছে।

[৮] উল্লেখ্য, গত মাসে মুরাদপুরে পানির স্রোতে খোলা ড্রেনে পড়ে সবজি ব্যবসায়ী সালেহ আহমেদ নিখোঁজ হয়েছিলেন। কিন্তু এক মাসের বেশি সময় পার হলেও তার খোঁজ এখনো মিলেনি৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়