শিরোনাম
◈ খালেদা জিয়ার লন্ডনযাত্রা পেছাতে পারে আরও ◈ ফোন নজরদারিতে নতুন পদক্ষেপ: স্যাটেলাইট ট্র্যাকিং চালু করতে চায় ভারত ◈ মজুদ প্রচুর, তবুও দুই দিনে পেঁয়াজের দাম হঠাৎ বাড়ল ৪০ টাকা ◈ লবণ উৎপাদনে ধস: আমদানি অনুমতিতে দামপতন, বিপাকে চাষী–মিল মালিক ◈ খালেদা জিয়াকে লন্ডন নেয়ার বিষয়ে সিদ্ধান্ত আজ রাতে ◈ মান‌বিক সাহায্যের হাজার হাজার ত্রাণবাহী ট্রাক গাজার বারমুডা ট্রায়াঙ্গলে উধাও ◈ ‌বিশ্বকাপ ফুটবল, শক্তিশালী নরওয়েকে নিয়ে কঠিন গ্রুপে ফ্রান্স ◈ ফুটবল নি‌য়ে বিপা‌কে তুরস্ক,  জুয়া-ম্যাচ ফিক্সিংয়ে গ্রেপ্তার ২৭ খে‌লোয়াড়  ◈ যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে যাত্রীদের পোশাক নিয়ে নতুন বিতর্ক, প্রতিবা‌দে যাত্রী‌রা পায়জামা প‌রে হা‌জির ◈ বিশ্বকা‌পে মেসির খেলা নি‌য়ে আবা‌রো বাড়‌লো জল্পনা 

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২৮ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরের প্রবাসীর স্ত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও টাকা আত্মসাতের মামলায় কারাগারে এক

জাহিদুল কবীর : [২] যশোরের মণিরামপুরে এক প্রবাসীর স্ত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও প্রতারণামূলক ভাবে তিন লাখ টাকা আত্মসাতের মামলায় জিএম বাবুকে কারাগারে পাঠিয়েছে আদালত এর আগে বাবুর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে আদালত।

[৩] সোমবার ২৭ সেপ্টেম্বর মামলার ধার্যদিনে বাবু আদালতে এসে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক নিলুফার শিরীন আসামির জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামি বাবু মণিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের কলেজপাড়ার মৃত ইরফান আলী গাজীর ছেলে।

[৪] মামলার বাদী পক্ষের আইনজীবী সুব্রত ব্যানার্জী জানান, ২০২০ সালের ৮ নভেম্বর মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মনোহরপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রী ধর্ষণ ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে তিনলাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন। বাদীর স্বামী বিদেশ থাকা কালীন বাদীর স্বামীর বাড়ি ভোগদখলের সময় সমস্যার সম্মখিন হন।

[৫] এ সময় জিএমবাবু বাদীকে দেকভালের জন্য নিয়মিত বাড়িতে যাতায়াত করতে থাকে। এক পর্যায় বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এছাড়াও জমি জমা সমস্যা সমাধানের জন্য আদালতে মামলা করার নামে তিন লাখ টাকা হাতিয়ে নেন বলেও অভিযোগ করা হয়।

[৬] মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই। পরে পিবিআইয়ের উপ পুলিশ পরিদর্শক রেজোয়ান মামলাটি তদন্ত করে সতত্যা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এরপর বাবুর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি হয়। সোমবার মামলার ধার্য তারিখে বাবু জামিন আবেদন জানালে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

[৭] উল্লেখ্য, এছাড়াও ২০২০ সালের ৫ মার্চ এক শিক্ষিকা বাদী হয়ে জিএম বাবুর বিরুদ্ধে ধর্ষণ ও টাকা আত্মসাতের অভিযোগে একই আদালতে মামলা করেছিলেন। অভিযোগ করা হয় বাদীকে বিয়ে করার জন্য নানা ধরনের প্রলোভন দেখায় বাবু। বাদী তার প্রতি দুর্বল হয়ে পড়লে বাদীর সাথে বাবু শারীরিক সম্পর্ক করে। একই সাথে বাবু বিভিন্ন সময় বাদীর কাছ থেকে প্রতারণামূলকভাবে ২২ লাখ ৩১ হাজার টাকা হাতিয়ে নেয়। এ মামলায় বাবু জেলও খাটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়