মিনহাজুল আবেদীন: [২] চট্টগ্রামে অবস্থিত পরীর পাহাড়ের বিভিন্ন স্থাপনা উচ্ছেদ ও নতুন ভবন নির্মাণের উদ্যোগের পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ডিবিসি টিভি
[৩] বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক জানান, তিনি উদ্ভূত পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের বক্তব্যও শুনবেন এবং উভয় পক্ষের বক্তব্য শোনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে বিষয়টি নিষ্পত্তি করবেন। সে পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। বাংলানিউজ ২৪
[৪] আইনমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরো উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার ও যুগ্ম সচিব হাবিবুর রহমান জিন্নাহ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দিন, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য মুজিবুল হক, চট্টগ্রাম জেলা পিপি এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী ও মেট্রোপলিটান পিপি ফখরুদ্দীন চৌধুরী, চট্টগ্রাম জেলা জিপি নাজমূল আহসান খান আলমগীর, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী ও রতন কুমার রায় এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ।