মাকসুদ রহমান: [২] এক সপ্তাহ ধরে পুড়ছে লা পালমার দ্বীপপুঞ্জ। শনিবার, স্থানীয় বিমান বন্দরটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কারণ হিসেবে জানানো হয় গাছা-পালা পোড়া ছাই, মেঘের মাঝে ছড়িয়ে পড়ায় এই সিন্ধান্ত নিয়েছে তারা। আল জাজিরা
[৩] বিজ্ঞানীরা জানিয়েছে, আগ্নেয়গিরি কুমব্রি ভিয়েগাতে ছড়িয়ে পড়া আগুনে গত এক সপ্তাহে হাজার হাজার মানুষ বিপদের সম্মুখীন হয়েছে। আগ্নেয়গিরির ফলে তুলনামূলকভাবে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে লা পালমার পর্বতের দক্ষিণ-পশ্চিম উপকূল। পাহাড়ের গা বেয়ে মাটিতে পড়া লাভায় পুড়ে ছাই হয়ে গেছে চলাচলের পথ ও ঘর-বাড়ি।
[৪] জরুরী উদ্ধারকর্মীরা লা পালমা থেকে চলে আসার পর ক্ষতিগ্রস্থ এলাকায় বিপদ আরো বেড়েছে। শুক্রবার এক বিস্ফোরণে গলিত পাথর এবং ছাই বিস্তৃর্ণ এলাকাব্যাপী ছড়িয়ে পড়ে।
[৫] আগ্নেয়গিরি ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত জানা না গেলেও প্রায় সাত হাজার মানুষ তাদের বাসগৃহ হারিয়েছে। গত ১৯ সেপ্টেম্বর শুরু হওয়া আগ্নেয়গিরি এক সপ্তাহব্যাপী বেড়েই চলছে। লা পালমার ৮৫ হাজার বাসিন্দারা বিগত ৫০ বছরে এতটা ভয়ানক আগ্নেয়গিরি দেখে নাই। সম্পাদনা: সাকিবুল আলম