শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩২ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবশেষে অস্ট্রেলিয়ার নারী দলকে হারের স্বাদ দিলো ভারতের নারীরা

স্পোর্টস ডেস্ক: [২] তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে ভারতের কাছে হেরে ২৬ ম্যাচ পর হারের স্বাদ পেলো অস্ট্রেলিয়া নারী দল। দুই হাজার আঠারোর পর এই প্রথম কোনো ম্যাচ হারলো অস্ট্রেলিয়া নারী দল। রবিবার অস্ট্রেলিয়ার দেওয়া ২৬৫ রানের টার্গেট ৩ বল এবং ২ উইকেট হাতে রেখে টপকে যায় ভারতীয় নারী দল।

[৩] সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ওপেনাররা খুব একটা জ্বলে পারেননি এদিন, অধিনায়ক মেগ লেনিংও এদিন ফিরেছিলেন শুন্য হাতে। দলীয় ৮৭ রানে ৪ উইকেট পরার পর জুটি গড়েন বেথ মুনি এবং অ্যাশলে গার্ডনার। দুজনের ফিফটিতে শুরুর ধাক্কা সামলিয়ে শক্ত ভীত পায় অজিরা। শেষদিকে তাহলিয়া মেগ্রার ৩২ বলে ৪৭ রানে ২৬৪ রানে ইনিংস শেষ করে অস্ট্রেলিয়া। ভারতের অভিজ্ঞ পেসার ঝুলন গোস্বামি ৩৭ রানে ৩ উইকেট এবং পুজা ভাস্ত্রাকার নেন ৪৬ রানে ৩ উইকেট।

[৪]২৬৫ রানের বড় টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরু করেন ভারতের ব্যাটাররা। ৫৯ রানের জুটি গড়ার পর আউট হজন স্মৃতি মান্দানা। মান্দানা ফিরে যাওয়ার পর জুটি গড়েন আরেক ওপেনার শেফালি বার্মা এবং ইয়াস্তিকা ভাটিয়া। একশো রানের জুটি গড়েন এই দুজন। শেফালি ৫৬ রানে আউট হওয়ার পর ভাটিয়াও আউট হন ৬৪ রানে। দ্রুত উইকেট নিয়ে ম্যাচে ফিরে আসে অস্ট্রেলিয়ার মেয়েরা। তবে, দিপ্তি শর্মা এবং স্নেহ রানার দায়িত্বশীল ব্যাটিং এদিন আর জিততে দেয়নি অস্ট্রেলিয়াকে। অজিদের পেসার অ্যানাবেল সাদারল্যান্ড নিয়েছেন ৩০ রানে ৩ উইকেট।

[৫] সিরিজের দ্বিতীয় ম্যাচে নো বল নাটকীয়তায় ম্যাচ জেতা না হলেও এই জয়ে অবশেষে অস্ট্রেলিয়ার জয়রথ থামালো ভারত। ওয়ানডে সিরিজের পর দুইদল একমাত্র টেস্টে মুখোমুখি হবে ৩০ সেপেটেম্বর। টেস্টের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও মুখোমুখি হবে দুইদল। ক্রিকবাজ, ক্রিকইনফো

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়